Ajker Patrika

এটা তো আমাদের শক্তিমত্তার একটা চিহ্নই, বলছেন সুজন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬: ৪৫
এটা তো আমাদের শক্তিমত্তার একটা চিহ্নই, বলছেন সুজন

রুদ্ধশ্বাস দুটো ম্যাচ জিতে ভারতের বিপক্ষে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে দ্বিতীয়বার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজন মনে করেন, এটা বাংলাদেশের শক্তিমত্তার একটা চিহ্ন। 

মিরপুরে প্রথম ওয়ানডেতে ভারতের দেওয়া ১৮৭ রান তাড়া করতে গিয়ে ১৩৬ রানেই বাংলাদেশ হারিয়েছিল ৯ উইকেট। শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ-মোস্তাফিজুর রহমানের ৫১ রানের জুটিতে ১ উইকেটের জয় পায় বাংলাদেশ। এরপর গতকাল একই মাঠে ৬৯ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ করে ৭ উইকেটে ২৭১ রান। ৫ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে স্বাগতিকেরা। 

সুজন মনে করেন, বাংলাদেশ তাদের দৃঢ়তা দেখাতে পেরেছে। মিরপুরে সাংবাদিকদের  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক বলেন, ‘এই সংস্করণে আমরা শক্তিশালী, জিততে জানি। এর আগে ২০১৫ সালেও ভারতের বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। এটাতো আমাদের শক্তিমত্তার একটা চিহ্নই। দুইটা ম্যাচ আমরা যেভাবে জিতেছি, তাতে আমরা আমাদের ক্যারেক্টার দৃঢ়তা দেখাতে পেরেছি। মিরাজ-মাহমুদউল্লাহ, এর আগে মিরাজ-মুস্তাফিজ। শেষ উইকেট জুটিতে ৫১ রান করে জেতা সত্যিই দারুণ। আর গতকাল যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা কেউই আশা করিনি এতো রান করতে পারব। এই উইকেটে আমিও ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলে ভালো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেখান থেকে ২৭১ করা, সত্যিকার অর্থেই বড় কিছু করে দেখানো।’ 

বাংলাদেশের দুটো ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন মিরাজ। প্রথম ওয়ানডেতে ৩৯ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মিরাজ। ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আর দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। যা এই অলরাউন্ডারের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সুজনের মতে, মিরাজকে এখন থেকে ব্যাটিং অলরাউন্ডার চিন্তা করতে হবে। বিসিবির পরিচালক বলেন, ‘মিরাজ নিজেকে মেলে ধরছে। আমরা সব সময় তাকে বোলিং অলরাউন্ডার মনে করি। সত্যি কথা বলতে গেলে এখন থেকে তাকে ব্যাটিং অলরাউন্ডার চিন্তা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত