Ajker Patrika

চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ। একপর্যায়ে ১০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। দেড় সেশনেরও কম সময়ে অলআউট হওয়ার শঙ্কা থেকে বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। ৩১ রানের জুটি নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুজন। মিরাজ অপরাজিত আছেন ১৬ রানে। তাঁর সঙ্গী ইবাদতের রান ১৩ রান। ওই ৮ উইকেট নিয়ে ১৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশন শেষেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দিনের শেষ সেশনে ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। ভাঙনের শুরুটা লিটন দাসকে দিয়ে। মোহাম্মদ সিরাজের মন্থর হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৩০ বলে ৫ চারে ২৪ রান করেন তিনি। লিটনের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি অভিষিক্ত জাকির হাসান। বোলার সিরাজ। তাঁর ৪৫ বলে ২০ রানের ইনিংস থামে উইকেটের পেছনে ঋশভ পন্তের হাতে ক্যাচ দিয়ে।

বোলিংয়ে কিছু করতে না পারা সাকিব আল হাসানও দলের ভরসা হতে পারেননি। কুলদীপের বলে বিরাট কোহলির ক্যাচ পরিণত হন বাংলাদেশ অধিনায়ক। দলের বিপর্যয়ের সময় এগিয়ে এসে যেভাবে ক্যাচ দিয়েছেন হতাশাই হবেন সাকিব। আউট হওয়ার আগে ২৫ বল খেলে ৩ রান করেন। একপ্রান্তে আশার সারথি হয়ে থাকা মুশফিকুর রহিমও ইনিংস বড় করতে পারেননি। ৫৮ বলে তাঁর ইনিংসের সমাপ্তি ঘটে কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

মুশফিকের আগে কুলদীপের শিকার হন নুরুল হাসান সোহান। ২২ বলে ১৬ রান করেন সোহান। এই লেগ স্পিনারের চতুর্থ উইকেটে তাইজুল ইসলাম। দিনের বাকি অংশে অলআউট নির্বিঘ্নে কাটিয়ে অলআউট হওয়ার হতাশা থেকে বাঁচিয়েছেন মিরাজ ও ইবাদত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত