নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ। একপর্যায়ে ১০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। দেড় সেশনেরও কম সময়ে অলআউট হওয়ার শঙ্কা থেকে বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। ৩১ রানের জুটি নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুজন। মিরাজ অপরাজিত আছেন ১৬ রানে। তাঁর সঙ্গী ইবাদতের রান ১৩ রান। ওই ৮ উইকেট নিয়ে ১৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশন শেষেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দিনের শেষ সেশনে ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। ভাঙনের শুরুটা লিটন দাসকে দিয়ে। মোহাম্মদ সিরাজের মন্থর হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৩০ বলে ৫ চারে ২৪ রান করেন তিনি। লিটনের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি অভিষিক্ত জাকির হাসান। বোলার সিরাজ। তাঁর ৪৫ বলে ২০ রানের ইনিংস থামে উইকেটের পেছনে ঋশভ পন্তের হাতে ক্যাচ দিয়ে।
বোলিংয়ে কিছু করতে না পারা সাকিব আল হাসানও দলের ভরসা হতে পারেননি। কুলদীপের বলে বিরাট কোহলির ক্যাচ পরিণত হন বাংলাদেশ অধিনায়ক। দলের বিপর্যয়ের সময় এগিয়ে এসে যেভাবে ক্যাচ দিয়েছেন হতাশাই হবেন সাকিব। আউট হওয়ার আগে ২৫ বল খেলে ৩ রান করেন। একপ্রান্তে আশার সারথি হয়ে থাকা মুশফিকুর রহিমও ইনিংস বড় করতে পারেননি। ৫৮ বলে তাঁর ইনিংসের সমাপ্তি ঘটে কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।
মুশফিকের আগে কুলদীপের শিকার হন নুরুল হাসান সোহান। ২২ বলে ১৬ রান করেন সোহান। এই লেগ স্পিনারের চতুর্থ উইকেটে তাইজুল ইসলাম। দিনের বাকি অংশে অলআউট নির্বিঘ্নে কাটিয়ে অলআউট হওয়ার হতাশা থেকে বাঁচিয়েছেন মিরাজ ও ইবাদত।
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ। একপর্যায়ে ১০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। দেড় সেশনেরও কম সময়ে অলআউট হওয়ার শঙ্কা থেকে বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। ৩১ রানের জুটি নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুজন। মিরাজ অপরাজিত আছেন ১৬ রানে। তাঁর সঙ্গী ইবাদতের রান ১৩ রান। ওই ৮ উইকেট নিয়ে ১৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশন শেষেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দিনের শেষ সেশনে ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। ভাঙনের শুরুটা লিটন দাসকে দিয়ে। মোহাম্মদ সিরাজের মন্থর হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৩০ বলে ৫ চারে ২৪ রান করেন তিনি। লিটনের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি অভিষিক্ত জাকির হাসান। বোলার সিরাজ। তাঁর ৪৫ বলে ২০ রানের ইনিংস থামে উইকেটের পেছনে ঋশভ পন্তের হাতে ক্যাচ দিয়ে।
বোলিংয়ে কিছু করতে না পারা সাকিব আল হাসানও দলের ভরসা হতে পারেননি। কুলদীপের বলে বিরাট কোহলির ক্যাচ পরিণত হন বাংলাদেশ অধিনায়ক। দলের বিপর্যয়ের সময় এগিয়ে এসে যেভাবে ক্যাচ দিয়েছেন হতাশাই হবেন সাকিব। আউট হওয়ার আগে ২৫ বল খেলে ৩ রান করেন। একপ্রান্তে আশার সারথি হয়ে থাকা মুশফিকুর রহিমও ইনিংস বড় করতে পারেননি। ৫৮ বলে তাঁর ইনিংসের সমাপ্তি ঘটে কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।
মুশফিকের আগে কুলদীপের শিকার হন নুরুল হাসান সোহান। ২২ বলে ১৬ রান করেন সোহান। এই লেগ স্পিনারের চতুর্থ উইকেটে তাইজুল ইসলাম। দিনের বাকি অংশে অলআউট নির্বিঘ্নে কাটিয়ে অলআউট হওয়ার হতাশা থেকে বাঁচিয়েছেন মিরাজ ও ইবাদত।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৮ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১০ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১০ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১২ ঘণ্টা আগে