ক্রীড়া ডেস্ক
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে পাঁচ মৌসুম খেলার পর এবার চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসে যোগ দিয়েছিলেন কেন উইলিয়ামসন। নতুন দলের হয়ে ভালো কিছু করার তাগাদা নিশ্চয়ই ছিল। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চোট পেয়ে এবারের আইপিএল শেষ হয়েছে উইলিয়ামসনের। না খেলার আক্ষেপ থাকলেও বিষয়টা এখানেই শেষ হলে ভালোই হতো। কিন্তু এখন আরও বড় শঙ্কা জেগেছে।
হাঁটুর চোট সাড়াতে নাকি উইলিয়ামসনকে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে হবে। অস্ত্রোপচার করার অর্থ হচ্ছে নিশ্চিতভাবেই কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকা। শোনা যাচ্ছে, অস্ত্রোপচার করার পর কমপক্ষে পাঁচ-ছয় মাস লাগবে সুস্থ হতে।
এতে করে শঙ্কায় পড়ে গেছে উইলিয়ামসনের ওয়ানডে বিশ্বকাপে খেলা। বিশ্বকাপ যে এ বছরের অক্টোবরে শুরু হবে ভারতে। ফলে এই সময়ের মধ্যে সুস্থ হতে বেশ কাঠখড় পোড়াতে হবে তাঁকে। আর ফিরে এলেও নিজের ফর্মটা ধরে দেখানোর একটা বিষয় থাকবে।
সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডসহ নিজেও বেশ চিন্তিত উইলিয়ামসন। মনে চিন্তা থাকলেও টুর্নামেন্টের আগে সুস্থ হওয়ার বিষয়টি জানিয়েছেন কিউই ব্যাটার। তিনি বলেছেন, ‘স্বাভাবিকভাবেই এমন চোট হতাশার। কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার ও পুনর্বাসন শুরুর দিকে। এতে কিছুটা সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে যা যা করার উচিত তার সবকিছুই করব আমি।’
শেষ পর্যন্ত যদি উইলিয়ামসনকে না পায়, তাহলে বড় ক্ষতিই হবে কিউইদের। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। এ ছাড়া ওয়ানডের দুর্দান্ত একজন ব্যাটার সাবেক টেস্ট অধিনায়ক। ৫০ ওভারের ক্রিকেটে ১৬১ ম্যাচে ৪৭.৮৩ গড়ে ৬৫৫৪ রান করেছেন তিনি। তবে আশা ছাড়ছেন না কিউইদের কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘আমরা হাল ছাড়ছি না। সে সঠিক সময়েই ফিরবে। তবে এ সময় একটু হতভাগ্য মনে হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ কেনের সঙ্গে থাকা। কঠিন সময় পার করছে সে। এটা শুধু চোট নয়, বেশ আঘাতও করছে।’
গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। কিউই ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী তিন সপ্তাহের মধ্যে উইলিয়ামসনের অস্ত্রোপচার করবে।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে পাঁচ মৌসুম খেলার পর এবার চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসে যোগ দিয়েছিলেন কেন উইলিয়ামসন। নতুন দলের হয়ে ভালো কিছু করার তাগাদা নিশ্চয়ই ছিল। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চোট পেয়ে এবারের আইপিএল শেষ হয়েছে উইলিয়ামসনের। না খেলার আক্ষেপ থাকলেও বিষয়টা এখানেই শেষ হলে ভালোই হতো। কিন্তু এখন আরও বড় শঙ্কা জেগেছে।
হাঁটুর চোট সাড়াতে নাকি উইলিয়ামসনকে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে হবে। অস্ত্রোপচার করার অর্থ হচ্ছে নিশ্চিতভাবেই কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকা। শোনা যাচ্ছে, অস্ত্রোপচার করার পর কমপক্ষে পাঁচ-ছয় মাস লাগবে সুস্থ হতে।
এতে করে শঙ্কায় পড়ে গেছে উইলিয়ামসনের ওয়ানডে বিশ্বকাপে খেলা। বিশ্বকাপ যে এ বছরের অক্টোবরে শুরু হবে ভারতে। ফলে এই সময়ের মধ্যে সুস্থ হতে বেশ কাঠখড় পোড়াতে হবে তাঁকে। আর ফিরে এলেও নিজের ফর্মটা ধরে দেখানোর একটা বিষয় থাকবে।
সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডসহ নিজেও বেশ চিন্তিত উইলিয়ামসন। মনে চিন্তা থাকলেও টুর্নামেন্টের আগে সুস্থ হওয়ার বিষয়টি জানিয়েছেন কিউই ব্যাটার। তিনি বলেছেন, ‘স্বাভাবিকভাবেই এমন চোট হতাশার। কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার ও পুনর্বাসন শুরুর দিকে। এতে কিছুটা সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে যা যা করার উচিত তার সবকিছুই করব আমি।’
শেষ পর্যন্ত যদি উইলিয়ামসনকে না পায়, তাহলে বড় ক্ষতিই হবে কিউইদের। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। এ ছাড়া ওয়ানডের দুর্দান্ত একজন ব্যাটার সাবেক টেস্ট অধিনায়ক। ৫০ ওভারের ক্রিকেটে ১৬১ ম্যাচে ৪৭.৮৩ গড়ে ৬৫৫৪ রান করেছেন তিনি। তবে আশা ছাড়ছেন না কিউইদের কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘আমরা হাল ছাড়ছি না। সে সঠিক সময়েই ফিরবে। তবে এ সময় একটু হতভাগ্য মনে হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ কেনের সঙ্গে থাকা। কঠিন সময় পার করছে সে। এটা শুধু চোট নয়, বেশ আঘাতও করছে।’
গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। কিউই ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী তিন সপ্তাহের মধ্যে উইলিয়ামসনের অস্ত্রোপচার করবে।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে