Ajker Patrika

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আইসিসি, ফাইনাল লর্ডসে

ক্রীড়া ডেস্ক    
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিউজিল্যান্ডের উদযাপন। ছবি: ক্রিকইনফো
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিউজিল্যান্ডের উদযাপন। ছবি: ক্রিকইনফো

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।

আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত করেছে। লর্ডসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে। লর্ডস, লন্ডনের দ্য ওভাল, এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড—এই সাত ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫ জুলাই লর্ডসে শিরোপানির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। ইংল্যান্ডে আগামী বছর হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৩৩ ম্যাচ।

টুর্নামেন্টের শুরু ও শেষের তারিখ জানানো হলেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আইসিসি শিগগিরই প্রকাশ করবে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১২ দল অংশ নিচ্ছে আগামী বছরের বিশ্বকাপেই। ১২ দলকে টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে ছয়টি করে দল। পরবর্তীতে নকআউট পর্ব পেরিয়ে হবে ফাইনাল। আয়োজক ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ—এই আট দল ২০২৬ বিশ্বকাপে এরই মধ্যে জায়গা করে নিয়েছে। বাকি চার দল আগামী বছর হতে যাওয়া বাছাইপর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যোগ দেবে।

২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ৯ বার। সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। সেবার তারা হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার রানার্সআপ হলো দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০২৩ সালে তাদের কাঁদিয়ে শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। সেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত