ক্রীড়া ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।
বাংলাদেশ সময় আজ ভোরে টিকিউএল স্টেডিয়ামে ইন্টার মায়ামি খেলেছে সিনসিনাটির বিপক্ষে। এই ম্যাচে মেসি বেশ কিছু সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। তাঁর ব্যর্থতার দিনে স্বাগতিক সিনসিনাটির কাছে ৩-০ গোলে হারল মায়ামি।
ম্যাচের ১৬ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন সিনসিনাটি জেরার্দো ভ্যালেনজুয়েলা। তাঁকে গোল করতে সহায়তা করেছেন দলটির আরেক ফরোয়ার্ড লুকা ওরেলানো। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। ৪৪ মিনিটে সুয়ারেজের হেড রিসিভ করে মেসি বাঁ পায়ে শট নিলেও সিনসিনাটির রক্ষণদুর্গে তা প্রতিহত হয়। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে মেসি শট নেন সিনসিনাটির লক্ষ্য বরাবর। তবে সেই শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক রোমান সেলেন্টানো। প্রথমার্ধ সিনসিনাটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে নেয় সিনসিনাটি। ৫০ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার ইভান্দার। ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নিতে তাঁর লেগেছে ২০ মিনিট। ৭০ মিনিটে ইভান্দারের গোলে সিনসিনাটি এগিয়ে যায় ৩-০ গোলে। এমন অবস্থায় মায়ামিকে জিততে করতে হতো অতিমানবীয় কিছুই। ব্যবধান কমানো ছাড়া তাদের কাছে তাই আর কোনো উপায় ছিল না। ৭৯ মিনিটে সুয়ারেজের থ্রু বল থেকে বাঁ পায়ে শট নেন মেসি। তবে দিনটা যে আসলে ছিল না মেসির। এবারও তাঁর শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক সেলেন্টানো।
ম্যাচে মায়ামি বল দখলে রাখে ৫৬ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পেরেছে দুটি শট। আর সিনসিনাটি ৬ বার মায়ামির গোলপোস্ট বরাবর শট নিয়ে তিনটিকে গোলে পরিণত করতে পেরেছে। ৩-০ গোলে হারের পর এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পাঁচে ইন্টার মায়ামি। ২০ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে দলটির পয়েন্ট এখন ৩৮। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ফিলাডেলফিয়া, সিনসিনাটি দুটি দলই ২৩টি করে ম্যাচ খেলেছে।
মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।
বাংলাদেশ সময় আজ ভোরে টিকিউএল স্টেডিয়ামে ইন্টার মায়ামি খেলেছে সিনসিনাটির বিপক্ষে। এই ম্যাচে মেসি বেশ কিছু সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। তাঁর ব্যর্থতার দিনে স্বাগতিক সিনসিনাটির কাছে ৩-০ গোলে হারল মায়ামি।
ম্যাচের ১৬ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন সিনসিনাটি জেরার্দো ভ্যালেনজুয়েলা। তাঁকে গোল করতে সহায়তা করেছেন দলটির আরেক ফরোয়ার্ড লুকা ওরেলানো। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। ৪৪ মিনিটে সুয়ারেজের হেড রিসিভ করে মেসি বাঁ পায়ে শট নিলেও সিনসিনাটির রক্ষণদুর্গে তা প্রতিহত হয়। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে মেসি শট নেন সিনসিনাটির লক্ষ্য বরাবর। তবে সেই শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক রোমান সেলেন্টানো। প্রথমার্ধ সিনসিনাটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে নেয় সিনসিনাটি। ৫০ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার ইভান্দার। ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নিতে তাঁর লেগেছে ২০ মিনিট। ৭০ মিনিটে ইভান্দারের গোলে সিনসিনাটি এগিয়ে যায় ৩-০ গোলে। এমন অবস্থায় মায়ামিকে জিততে করতে হতো অতিমানবীয় কিছুই। ব্যবধান কমানো ছাড়া তাদের কাছে তাই আর কোনো উপায় ছিল না। ৭৯ মিনিটে সুয়ারেজের থ্রু বল থেকে বাঁ পায়ে শট নেন মেসি। তবে দিনটা যে আসলে ছিল না মেসির। এবারও তাঁর শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক সেলেন্টানো।
ম্যাচে মায়ামি বল দখলে রাখে ৫৬ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পেরেছে দুটি শট। আর সিনসিনাটি ৬ বার মায়ামির গোলপোস্ট বরাবর শট নিয়ে তিনটিকে গোলে পরিণত করতে পেরেছে। ৩-০ গোলে হারের পর এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পাঁচে ইন্টার মায়ামি। ২০ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে দলটির পয়েন্ট এখন ৩৮। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ফিলাডেলফিয়া, সিনসিনাটি দুটি দলই ২৩টি করে ম্যাচ খেলেছে।
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
১ ঘণ্টা আগে১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। আর বাজে সময়ে সমালোচনা তো বটেই, সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ বিদ্রূপ চলে, সেটা তাঁর চেয়ে আর ভালো কে জানবেন! ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন এবার ফিরলেন লঙ্কা জয় করে।
২ ঘণ্টা আগে২০ ওভারের ক্রিকেটেই যেখানে উচ্ছ্বাস-হতাশা, আনন্দ-বেদনার জমাট গল্প, সেখানে পাঁচ দিনের ক্রিকেট মাঠে গিয়ে দেখবে কে! বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা বিচ্ছিন্নভাবে লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও হারি
৩ ঘণ্টা আগেশেষ ভালো যাঁর, সব ভালো তাঁর—কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে এমনটা বলা যায়। এবারের শ্রীলঙ্কা সফরটা নেহাতই মন্দ হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজ হারলেও গলে বীরত্বপূর্ণ ড্র করেছে দলটি। ওয়ানডে সিরিজও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সব ছাপিয়ে বাংলাদেশ সফর
৪ ঘণ্টা আগে