Ajker Patrika

অবশেষে থামলেন মেসি, মায়ামির বড় হার

ক্রীড়া ডেস্ক    
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা লিওনেল মেসি এবার ব্যর্থ। ইন্টার মায়ামিও হেরেছে বড় ব্যবধানে। ছবি: এএফপি
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা লিওনেল মেসি এবার ব্যর্থ। ইন্টার মায়ামিও হেরেছে বড় ব্যবধানে। ছবি: এএফপি

মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।

বাংলাদেশ সময় আজ ভোরে টিকিউএল স্টেডিয়ামে ইন্টার মায়ামি খেলেছে সিনসিনাটির বিপক্ষে। এই ম্যাচে মেসি বেশ কিছু সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। তাঁর ব্যর্থতার দিনে স্বাগতিক সিনসিনাটির কাছে ৩-০ গোলে হারল মায়ামি।

ম্যাচের ১৬ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন সিনসিনাটি জেরার্দো ভ্যালেনজুয়েলা। তাঁকে গোল করতে সহায়তা করেছেন দলটির আরেক ফরোয়ার্ড লুকা ওরেলানো। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। ৪৪ মিনিটে সুয়ারেজের হেড রিসিভ করে মেসি বাঁ পায়ে শট নিলেও সিনসিনাটির রক্ষণদুর্গে তা প্রতিহত হয়। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে মেসি শট নেন সিনসিনাটির লক্ষ্য বরাবর। তবে সেই শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক রোমান সেলেন্টানো। প্রথমার্ধ সিনসিনাটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে নেয় সিনসিনাটি। ৫০ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার ইভান্দার। ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নিতে তাঁর লেগেছে ২০ মিনিট। ৭০ মিনিটে ইভান্দারের গোলে সিনসিনাটি এগিয়ে যায় ৩-০ গোলে। এমন অবস্থায় মায়ামিকে জিততে করতে হতো অতিমানবীয় কিছুই। ব্যবধান কমানো ছাড়া তাদের কাছে তাই আর কোনো উপায় ছিল না। ৭৯ মিনিটে সুয়ারেজের থ্রু বল থেকে বাঁ পায়ে শট নেন মেসি। তবে দিনটা যে আসলে ছিল না মেসির। এবারও তাঁর শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক সেলেন্টানো।

ম্যাচে মায়ামি বল দখলে রাখে ৫৬ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পেরেছে দুটি শট। আর সিনসিনাটি ৬ বার মায়ামির গোলপোস্ট বরাবর শট নিয়ে তিনটিকে গোলে পরিণত করতে পেরেছে। ৩-০ গোলে হারের পর এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পাঁচে ইন্টার মায়ামি। ২০ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে দলটির পয়েন্ট এখন ৩৮। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ফিলাডেলফিয়া, সিনসিনাটি দুটি দলই ২৩টি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত