আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন বিশেষ কিছু। মাঠ ও মাঠের বাইরে ঘটনা, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন কারণে দুই প্রতিবেশীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন অসংখ্য ভক্ত-সমর্থক। অ্যান্টিগায় বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। কারণ অ্যান্টিগায় গতকাল অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তাতে বাংলাদেশের নেট রানরেট-২.৪৭১। বোলিংটা ভালো হলেও টুর্নামেন্টজুড়ে চলছে শান্ত-লিটন দাসদের ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। প্রতিবেশীদের বিপরীত চিত্র। আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার এইট শুরু করা ভারতের নেট রানরেট + ২.৩৫। বোলিং তো শুরু থেকেই ভালো করছে ভারত। রোহিত শর্মার ভারতের ব্যাটিংটাও ফর্মে ফিরেছে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসেন ব্যাটিং কোচ রাঠোর। তাঁর মতে, বর্তমান কন্ডিশন বাংলাদেশের জন্য অনুকূল। ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘তারা দারুণ ইউনিট। তাদের অনেক ক্রিকেটার যারা স্পিন ভালো করে। এই কন্ডিশনে তারা বেশ ভালো। দল হিসেবে এমন কন্ডিশনে তাদের কিছুটা উপকার করবে। কারণ আমার মতে, উইকেট স্পিনারদের সাহায্য করবে এবং অনেক ভালো স্পিনার রয়েছে। তবে আবারও বলছি, এই সংস্করণে প্রত্যেকটা দলই শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটে সহজে জেতা যাবে, এমনটা মনে করি না।’
১১৭০ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি। চলমান বিশ্বকাপে ৪ ম্যাচে করেছেন ২৯ রান। যার মধ্যে একবারই দুই অঙ্ক পেরোতে পেরেছেন। তবে আইসিসি ইভেন্টে বাংলাদেশ যে কোহলির প্রিয় প্রতিপক্ষ, সেটা আর না বললেও চলছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ—বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই আইসিসি টুর্নামেন্টে কোহলি হয়েছেন ম্যাচসেরা। ভারতের তারকা ব্যাটারের প্রসঙ্গ এলে রাঠোর বলেন, ‘আমি খুশি না। যদি সে (কোহলি) ধারাবাহিকভাবে রান করে, তাহলে আমার ভালো লাগবে। তবে যখন আপনি চ্যালেঞ্জের মধ্যে থাকবেন, সেটা ভালো।’
আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন বিশেষ কিছু। মাঠ ও মাঠের বাইরে ঘটনা, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন কারণে দুই প্রতিবেশীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন অসংখ্য ভক্ত-সমর্থক। অ্যান্টিগায় বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। কারণ অ্যান্টিগায় গতকাল অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তাতে বাংলাদেশের নেট রানরেট-২.৪৭১। বোলিংটা ভালো হলেও টুর্নামেন্টজুড়ে চলছে শান্ত-লিটন দাসদের ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। প্রতিবেশীদের বিপরীত চিত্র। আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার এইট শুরু করা ভারতের নেট রানরেট + ২.৩৫। বোলিং তো শুরু থেকেই ভালো করছে ভারত। রোহিত শর্মার ভারতের ব্যাটিংটাও ফর্মে ফিরেছে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসেন ব্যাটিং কোচ রাঠোর। তাঁর মতে, বর্তমান কন্ডিশন বাংলাদেশের জন্য অনুকূল। ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘তারা দারুণ ইউনিট। তাদের অনেক ক্রিকেটার যারা স্পিন ভালো করে। এই কন্ডিশনে তারা বেশ ভালো। দল হিসেবে এমন কন্ডিশনে তাদের কিছুটা উপকার করবে। কারণ আমার মতে, উইকেট স্পিনারদের সাহায্য করবে এবং অনেক ভালো স্পিনার রয়েছে। তবে আবারও বলছি, এই সংস্করণে প্রত্যেকটা দলই শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটে সহজে জেতা যাবে, এমনটা মনে করি না।’
১১৭০ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি। চলমান বিশ্বকাপে ৪ ম্যাচে করেছেন ২৯ রান। যার মধ্যে একবারই দুই অঙ্ক পেরোতে পেরেছেন। তবে আইসিসি ইভেন্টে বাংলাদেশ যে কোহলির প্রিয় প্রতিপক্ষ, সেটা আর না বললেও চলছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ—বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই আইসিসি টুর্নামেন্টে কোহলি হয়েছেন ম্যাচসেরা। ভারতের তারকা ব্যাটারের প্রসঙ্গ এলে রাঠোর বলেন, ‘আমি খুশি না। যদি সে (কোহলি) ধারাবাহিকভাবে রান করে, তাহলে আমার ভালো লাগবে। তবে যখন আপনি চ্যালেঞ্জের মধ্যে থাকবেন, সেটা ভালো।’
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
২ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে