Ajker Patrika

রানের পাহাড় গড়েও ভারতের ১ রানের আক্ষেপ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৪
রানের পাহাড় গড়েও ভারতের ১ রানের আক্ষেপ

বিশ্বকাপের আগে আগে নিজেদের মাটিতে দর্শনীয় এক ব্যাটিং মহড়া চালাল ভারত। ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছে রেকর্ড গড়া সংগ্রহ। দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৫ উইকেটে ৩৯৯ রান করেছে ভারত। 

ওয়ানডেতে অজিদের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ স্কোর। আগেরটি ছিল ৬ উইকেটে ৩৮৩। বেঙ্গালুরুতে ২০১৩ সালে রান বন্যার সেই ম্যাচে জিতেছিল টিম ইন্ডিয়া। ৪০০ রান করতে পারলে নতুন এক মাইলফলকও ছুঁতো ভারত। ওয়ানডেতে চার শ বা তার ঊর্ধ্ব সর্বোচ্চ ৭ ইনিংস দক্ষিণ আফ্রিকার। ১ রানের জন্য প্রোটিয়াদের রেকর্ড ভাগ বসানো হলো না তাদের। 

বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল তারা। জস হ্যাজলউড ফেরান ওপেনার রুতুরাজ গাইকোয়ার্ডকে (৮)। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে বেশিক্ষণ লাগেনি। 

দ্বিতীয় উইকেটে ১৬৪ বলে ২০০ রানের জুটিতে অজি বোলারদের দিশেহারা করে দেন ওপেনার শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার। এই জুটি ভাঙেন শন অ্যাবট। ৯০ বলে ১১ চার ও ৩ ছয়ে ১০৫ রানের ইনিংস খেলেন আইয়ার। তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পেতে তাঁর অপেক্ষা করতে হলো এক বছর। 

এ বছরই সর্বোচ্চ পাঁচ ওয়ানডে সেঞ্চুরি পাওয়া গিল ৯৭ বলে ৬ চার ও ৪ ছয়ে সাজান ১০৪ রানের ইনিংসটি। অধিনায়ক-উইকেটরক্ষক ক্যামরুন গ্রিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫২ রান। শেষ দিকে সূর্যকুমার যাদব দ্যুতি ছড়ালেও দলকে ৪০০ পেরোনো ইনিংস এনে দিতে পারেননি। তাঁর ৩৭ বলে ৬ চার ও ৬ ছয়ে অপরাজিত ৭৩ রানের ক্যামিওতে রানের পাহাড় দাঁড়ায় ভারতের। ১৩ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। অজিদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন গ্রিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত