চ্যারিটি টুর্নামেন্টেও নিজেদের রাগটা সংবরণ করতে পারলেন না ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শ্রীশান্থ। জাতীয় দল থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ‘লিজেন্ডস লিগ ক্রিকেটে’ নিজেদের পুরোনো রূপটাই যেন দেখালেন ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
গতকাল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টসের এলিমিনেটর ম্যাচে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন গম্ভীর-শ্রীশান্থ। ম্যাচের প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। ওপেনিংয়ে নামা গম্ভীর পর পর ছক্কা ও চার মারার পর ডট বল খেললে ভারতের সাবেক ব্যাটারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন শ্রীশান্থ। এতে করে ভারতের সাবেক দুই ক্রিকেটারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা দুজনকে শান্ত করেন।
ম্যাচ শেষে বাদানুবাদের বিষয়টি পরিষ্কার করতে গিয়ে গম্ভীরকে খোঁচা মেরেছেন শ্রীশান্থ। সাবেক পেসারের মতে, গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে, কখনো সিনিয়রদের সম্মান করে না। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে তা পরিষ্কার করতে চাই। সে এমন একজন যে কোনো কারণ ছাড়াই সতীর্থদের সঙ্গে সব সময় ঝগড়া করে। বীরু (বীরেন্দর শেবাগ) ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই ঘটেছে। কোনো প্ররোচনা ছাড়াই আমাকে একটানা খুব খারাপ কিছু বলে যাচ্ছিল। মিস্টার গম্ভীরের যা বলা উচিত ছিল না।’
গম্ভীর-শ্রীশান্থ দুজনই একাধিকবার সতীর্থ কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝগড়া করেছেন। সর্বশেষ আইপিএলে তো বিরাট কোহলির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। অন্যদিকে বহুবছর আগে বাদানুবাদের এক পর্যায়ে সাবেক সতীর্থ হরভজন সিংয়ের হাতে চড়ও খেয়েছিলেন শ্রীশান্থ।
এলিমিনেটর ম্যাচে ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীশান্থের দল গুজরাট জায়ান্টার্স। গম্ভীরের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের ২৩৭ রানের বিপরীতে ২১১ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন গম্ভীর। অন্যদিকে ৩৫ রানে ১ উইকেট নেন শ্রীশান্থ।
চ্যারিটি টুর্নামেন্টেও নিজেদের রাগটা সংবরণ করতে পারলেন না ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শ্রীশান্থ। জাতীয় দল থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ‘লিজেন্ডস লিগ ক্রিকেটে’ নিজেদের পুরোনো রূপটাই যেন দেখালেন ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
গতকাল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টসের এলিমিনেটর ম্যাচে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন গম্ভীর-শ্রীশান্থ। ম্যাচের প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। ওপেনিংয়ে নামা গম্ভীর পর পর ছক্কা ও চার মারার পর ডট বল খেললে ভারতের সাবেক ব্যাটারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন শ্রীশান্থ। এতে করে ভারতের সাবেক দুই ক্রিকেটারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা দুজনকে শান্ত করেন।
ম্যাচ শেষে বাদানুবাদের বিষয়টি পরিষ্কার করতে গিয়ে গম্ভীরকে খোঁচা মেরেছেন শ্রীশান্থ। সাবেক পেসারের মতে, গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে, কখনো সিনিয়রদের সম্মান করে না। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে তা পরিষ্কার করতে চাই। সে এমন একজন যে কোনো কারণ ছাড়াই সতীর্থদের সঙ্গে সব সময় ঝগড়া করে। বীরু (বীরেন্দর শেবাগ) ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই ঘটেছে। কোনো প্ররোচনা ছাড়াই আমাকে একটানা খুব খারাপ কিছু বলে যাচ্ছিল। মিস্টার গম্ভীরের যা বলা উচিত ছিল না।’
গম্ভীর-শ্রীশান্থ দুজনই একাধিকবার সতীর্থ কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝগড়া করেছেন। সর্বশেষ আইপিএলে তো বিরাট কোহলির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। অন্যদিকে বহুবছর আগে বাদানুবাদের এক পর্যায়ে সাবেক সতীর্থ হরভজন সিংয়ের হাতে চড়ও খেয়েছিলেন শ্রীশান্থ।
এলিমিনেটর ম্যাচে ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীশান্থের দল গুজরাট জায়ান্টার্স। গম্ভীরের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের ২৩৭ রানের বিপরীতে ২১১ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন গম্ভীর। অন্যদিকে ৩৫ রানে ১ উইকেট নেন শ্রীশান্থ।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে