Ajker Patrika

ভারত বধের নায়কদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০: ১৭
ছবি: এসিসি
ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ যুবারা। আজ রাতে দুবাই থেকে দেশে ট্রফি নিয়ে দেশে ফেরার কথা তাঁদের। যুবাদের সাফল্য অর্জনে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ সন্ধ্যায় এক বিবৃতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশ। মোহাম্মদ শিহাব জেমস-রিজান হোসেনদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে তারা।

১৯৯ রানের মাঝারি মানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের পেস আক্রমণের তোপে পোড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ইকবাল হোসেন ইমন-আল ফাহাদদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় তারা। ট্রফি নিয়ে দেশে ফিরলে এবার ভারত বধের নায়কেরা পাবেন যুব ও মন্ত্রণালয়ের পুরস্কারও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত