Ajker Patrika

আফগানদের ‘অস্ট্রেলিয়া বধকে’ অঘটন বলতে চান না ভারতের সাবেক ক্রিকেটার

আফগানদের ‘অস্ট্রেলিয়া বধকে’ অঘটন বলতে চান না ভারতের সাবেক ক্রিকেটার

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েছিল আফগানিস্তান। কিন্তু দিল্লিতে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে আফগানরা আর জিততে পারেনি। দিল্লির ‘প্রতিশোধ’ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিল আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে আজ যে আফগানরা হারিয়েছে অস্ট্রেলিয়াকে, সেটাকে অঘটন মানতে চাচ্ছেন না ওয়াসিম জাফর। 

গ্রুপ পর্বের বৈতরণি পার হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে আফগানিস্তান। যেখানে ‘সি’ গ্রুপে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দুই ‘আইসিসি ইভেন্ট বিশেষজ্ঞ দল’, সেখানে কিউইদের বিদায় করে সুপার এইটের টিকিট কাটে আফগানিস্তান। কিউইরা বাদ পড়ায় তাদের সিডিং সি১ আফগানরা পেয়েছে সুপার এইটে। 

সেন্ট ভিনসেন্টে আজ ১৪৯ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ার শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৭৯ রান, হাতে ছিল ৭ উইকেট। এখান থেকে দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে আফগানিস্তান জিতেছে ২১ রানে। আফগানদের অভিনন্দন জানিয়ে জাফর টুইট করেন, ‘এই জয়কে অঘটন বলে আফগানিস্তানকে খাটো করতে চাই না। আফগানিস্তান তাদের দলে যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট। আজ তারা তাদের সামর্থ্য অনুযায়ী খেলেছে এবং দুর্দান্ত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা তো অবশ্যই উদযাপন করার মতো। অভিনন্দন আফগানিস্তান। দারুণ খেলেছে।’ 

আইসিসি ইভেন্টে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই দুর্দান্ত খেলছে আফগানিস্তান। ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে আফগানরা জেতে ৪ ম্যাচ। যার মধ্যে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানরা। পাশাপাশি শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো এশিয়ার দুই পরাশক্তিকেও হারিয়েছিলেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। এবার অস্ট্রেলিয়াকে হারানোর পর ম্যাচসেরা গুলবদিন নাইব রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন। আফগান পেসার ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান পেসার বলেন, ‘অস্ট্রেলিয়া হচ্ছে এই বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করেছি এটার জন্য। বলার ভাষা হারিয়ে ফেলেছি। ভক্তদের ধন্যবাদ যারা আমাদের সমর্থন দিয়ে গেছেন ও ক্রিকেট যাত্রার সঙ্গে থেকেছেন।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত