Ajker Patrika

এমন বাংলাদেশই দেখতে চান তামিম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬: ২৪
এমন বাংলাদেশই দেখতে চান তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল দূরে আছেন প্রায় এক বছর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সরব তিনি। বাংলাদেশের কোনো ঘটনা যে তাঁর নজর এড়ায় না, সেটা তাঁর পোস্টগুলো দেখলেই বোঝা যায়। এবার বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে সবাই যেভাবে দাঁড়াচ্ছেন, এমন সম্প্রীতি দেশে সব সময় চাইছেন তামিম।

ফেনী, নোয়াখালী, চাঁদপুর, পার্বত্য চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় চলছে ভয়াবহ বন্যা। দেশের বন্যার্তদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কদিনে ভাইরাল হওয়া ছবি কোলাজ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে আজ পোস্ট করেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত মানুষের হাহাকার। অসংখ্য গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তামিম এরই মধ্যে ফেসবুকে দুটি পোস্ট করেছেন। যার প্রথমটি দিয়েছেন গতকাল। বিশাল সেই পোস্টের সারমর্ম হলো, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বাদ দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বললেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। 

বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে তামিমের মতো আরও অনেক ক্রিকেটার বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, তাওহীদ হৃদয়, আকবর আলীরা ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন ফেসবুকে। পাকিস্তানে থাকলেও বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য প্রাণ কাঁদছে মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, লিটন দাসের মতো ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলেছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত