নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচিত নাজমুল হোসেন শান্ত। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
শান্তর নেতৃত্বে সবশেষ দুটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে শান্ত চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও গ্রুপ পর্বে ছিটকে গেছে বাংলাদেশ। ব্যঙ্গ-বিদ্রুপের পাশাপাশি তাঁর অধিনায়কত্ব নিয়েও চলছে টানাটানি। তিন সংস্করণে বাংলাদেশের তিন অধিনায়কের ব্যাপার নিয়ে আলোচনা চলছে বেশি। এমনকি এবারের ডিপিএলে শান্তর কথাতেও আভাস মিলেছে যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়ে তিনি ‘সন্দিহান’।
যত সমালোচনা-বিদ্রুপই হোক, অধিনায়ক শান্তর প্রশংসায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় শান্ত একজন নেতা। তার নেতৃত্বের ধরন দারুণ। কারণ, খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। সতীর্থরা ওর সঙ্গে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে। কিছু নেতা, কিছু অধিনায়ক থাকে, যাদের কাছে খেলোয়াড়েরা খুব একটা যায় না। কিন্তু খেলোয়াড়েরা তার কাছে যেতে পারে, কথা বলতে পারে।’
২০২৪-এর অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন সিমন্স। এই ছয় মাসে শান্তকে দেখে সিমন্স মুগ্ধ। আজকের পত্রিকাকে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘সে এমন একজন নেতা, সে জানে কীভাবে তার সতীর্থদের নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় ওকে দেখেছি, ভালো মনে হয়েছে। একজন অধিনায়কের কাছে এটাই তো চাইতে পারি, দলের খেলোয়াড়েরা যেন তার সঙ্গে মন খুলে কথা বলতে পারে। অধিনায়কের মাঠের কাজটা আসলে নির্ভর করে আশপাশে থাকা সিনিয়র খেলোয়াড়দের ওপর। অধিনায়কের কাজটা তখন অনেক সহজ হয়।’
২০২৪-এর অক্টোবর থেকে এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবি তাঁর চুক্তি বাড়িয়েছে আরও দুই বছর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সিমন্স।
যতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচিত নাজমুল হোসেন শান্ত। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
শান্তর নেতৃত্বে সবশেষ দুটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে শান্ত চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও গ্রুপ পর্বে ছিটকে গেছে বাংলাদেশ। ব্যঙ্গ-বিদ্রুপের পাশাপাশি তাঁর অধিনায়কত্ব নিয়েও চলছে টানাটানি। তিন সংস্করণে বাংলাদেশের তিন অধিনায়কের ব্যাপার নিয়ে আলোচনা চলছে বেশি। এমনকি এবারের ডিপিএলে শান্তর কথাতেও আভাস মিলেছে যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়ে তিনি ‘সন্দিহান’।
যত সমালোচনা-বিদ্রুপই হোক, অধিনায়ক শান্তর প্রশংসায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় শান্ত একজন নেতা। তার নেতৃত্বের ধরন দারুণ। কারণ, খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। সতীর্থরা ওর সঙ্গে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে। কিছু নেতা, কিছু অধিনায়ক থাকে, যাদের কাছে খেলোয়াড়েরা খুব একটা যায় না। কিন্তু খেলোয়াড়েরা তার কাছে যেতে পারে, কথা বলতে পারে।’
২০২৪-এর অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন সিমন্স। এই ছয় মাসে শান্তকে দেখে সিমন্স মুগ্ধ। আজকের পত্রিকাকে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘সে এমন একজন নেতা, সে জানে কীভাবে তার সতীর্থদের নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় ওকে দেখেছি, ভালো মনে হয়েছে। একজন অধিনায়কের কাছে এটাই তো চাইতে পারি, দলের খেলোয়াড়েরা যেন তার সঙ্গে মন খুলে কথা বলতে পারে। অধিনায়কের মাঠের কাজটা আসলে নির্ভর করে আশপাশে থাকা সিনিয়র খেলোয়াড়দের ওপর। অধিনায়কের কাজটা তখন অনেক সহজ হয়।’
২০২৪-এর অক্টোবর থেকে এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবি তাঁর চুক্তি বাড়িয়েছে আরও দুই বছর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সিমন্স।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে