নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচিত নাজমুল হোসেন শান্ত। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
শান্তর নেতৃত্বে সবশেষ দুটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে শান্ত চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও গ্রুপ পর্বে ছিটকে গেছে বাংলাদেশ। ব্যঙ্গ-বিদ্রুপের পাশাপাশি তাঁর অধিনায়কত্ব নিয়েও চলছে টানাটানি। তিন সংস্করণে বাংলাদেশের তিন অধিনায়কের ব্যাপার নিয়ে আলোচনা চলছে বেশি। এমনকি এবারের ডিপিএলে শান্তর কথাতেও আভাস মিলেছে যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়ে তিনি ‘সন্দিহান’।
যত সমালোচনা-বিদ্রুপই হোক, অধিনায়ক শান্তর প্রশংসায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় শান্ত একজন নেতা। তার নেতৃত্বের ধরন দারুণ। কারণ, খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। সতীর্থরা ওর সঙ্গে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে। কিছু নেতা, কিছু অধিনায়ক থাকে, যাদের কাছে খেলোয়াড়েরা খুব একটা যায় না। কিন্তু খেলোয়াড়েরা তার কাছে যেতে পারে, কথা বলতে পারে।’
২০২৪-এর অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন সিমন্স। এই ছয় মাসে শান্তকে দেখে সিমন্স মুগ্ধ। আজকের পত্রিকাকে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘সে এমন একজন নেতা, সে জানে কীভাবে তার সতীর্থদের নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় ওকে দেখেছি, ভালো মনে হয়েছে। একজন অধিনায়কের কাছে এটাই তো চাইতে পারি, দলের খেলোয়াড়েরা যেন তার সঙ্গে মন খুলে কথা বলতে পারে। অধিনায়কের মাঠের কাজটা আসলে নির্ভর করে আশপাশে থাকা সিনিয়র খেলোয়াড়দের ওপর। অধিনায়কের কাজটা তখন অনেক সহজ হয়।’
২০২৪-এর অক্টোবর থেকে এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবি তাঁর চুক্তি বাড়িয়েছে আরও দুই বছর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সিমন্স।
যতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচিত নাজমুল হোসেন শান্ত। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
শান্তর নেতৃত্বে সবশেষ দুটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে শান্ত চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও গ্রুপ পর্বে ছিটকে গেছে বাংলাদেশ। ব্যঙ্গ-বিদ্রুপের পাশাপাশি তাঁর অধিনায়কত্ব নিয়েও চলছে টানাটানি। তিন সংস্করণে বাংলাদেশের তিন অধিনায়কের ব্যাপার নিয়ে আলোচনা চলছে বেশি। এমনকি এবারের ডিপিএলে শান্তর কথাতেও আভাস মিলেছে যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়ে তিনি ‘সন্দিহান’।
যত সমালোচনা-বিদ্রুপই হোক, অধিনায়ক শান্তর প্রশংসায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় শান্ত একজন নেতা। তার নেতৃত্বের ধরন দারুণ। কারণ, খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। সতীর্থরা ওর সঙ্গে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে। কিছু নেতা, কিছু অধিনায়ক থাকে, যাদের কাছে খেলোয়াড়েরা খুব একটা যায় না। কিন্তু খেলোয়াড়েরা তার কাছে যেতে পারে, কথা বলতে পারে।’
২০২৪-এর অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন সিমন্স। এই ছয় মাসে শান্তকে দেখে সিমন্স মুগ্ধ। আজকের পত্রিকাকে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘সে এমন একজন নেতা, সে জানে কীভাবে তার সতীর্থদের নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় ওকে দেখেছি, ভালো মনে হয়েছে। একজন অধিনায়কের কাছে এটাই তো চাইতে পারি, দলের খেলোয়াড়েরা যেন তার সঙ্গে মন খুলে কথা বলতে পারে। অধিনায়কের মাঠের কাজটা আসলে নির্ভর করে আশপাশে থাকা সিনিয়র খেলোয়াড়দের ওপর। অধিনায়কের কাজটা তখন অনেক সহজ হয়।’
২০২৪-এর অক্টোবর থেকে এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবি তাঁর চুক্তি বাড়িয়েছে আরও দুই বছর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সিমন্স।
শেষের পথে আরও একটি ইউরোপীয় ফুটবলের মৌসুম। যদিও লিগ ওয়ানে পিএসজি বাদে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কেউই এখনো শিরোপা নিশ্চিত করতে পারেনি। দলীয় লড়াইয়ের পাশাপাশি চোখ আছে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও। প্রিমিয়ার লিগ তো বটেই, ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মোহামেদ সালাহ...
২৭ মিনিট আগেধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
১০ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
১২ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
১৩ ঘণ্টা আগে