ক্রীড়া ডেস্ক
বয়স মাত্র ২০। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ৬ ম্যাচের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না শোয়েব বশিরকে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন সমারসেটের অফ-স্পিনার। আগামী জুনে তাঁর অভিষেক হয়ে যেতে পারে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছেন আরও দুই নতুন মুখ। সারের পেসার গাস অ্যাটকিনসন ও ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি স্পিনার টম হার্টলিকে এর আগে ইংলিশদের হয়ে সাদা বলের ক্রিকেটে দেখা গেলেও টেস্টে এবারই প্রথম ডাক পেলেন।
চোট কাটিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন ব্যাটার ও সহ-অধিনায়ক ওলি পোপ ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। গত অ্যাশেজের লর্ডস টেস্টে কাঁধে চোট পান পোপ। পিঠে চোট পাওয়ায় লিচকে দেখা যায়নি পুরো সিরিজে।
আগের মতোই ইংল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন তিনি। তবে প্রথম কয়েক ম্যাচে খেলতে পারেননি। তবে টেস্ট দল নিয়ে ভারতে ফিরতে বিশ্বকাপের পরপরই বাম হাঁটুতে অস্ত্রোপচার করেন এই অলরাউন্ডার।
দুই দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, হায়দরাবাদে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজ ড্র হয় ২-২ ব্যবধানে, ২০২১-২২ মৌসুমে। ২০১২-১৩ মৌমুসের পর টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট জেতা হয়নি ইংলিশদের।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।
বয়স মাত্র ২০। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ৬ ম্যাচের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না শোয়েব বশিরকে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন সমারসেটের অফ-স্পিনার। আগামী জুনে তাঁর অভিষেক হয়ে যেতে পারে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছেন আরও দুই নতুন মুখ। সারের পেসার গাস অ্যাটকিনসন ও ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি স্পিনার টম হার্টলিকে এর আগে ইংলিশদের হয়ে সাদা বলের ক্রিকেটে দেখা গেলেও টেস্টে এবারই প্রথম ডাক পেলেন।
চোট কাটিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন ব্যাটার ও সহ-অধিনায়ক ওলি পোপ ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। গত অ্যাশেজের লর্ডস টেস্টে কাঁধে চোট পান পোপ। পিঠে চোট পাওয়ায় লিচকে দেখা যায়নি পুরো সিরিজে।
আগের মতোই ইংল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন তিনি। তবে প্রথম কয়েক ম্যাচে খেলতে পারেননি। তবে টেস্ট দল নিয়ে ভারতে ফিরতে বিশ্বকাপের পরপরই বাম হাঁটুতে অস্ত্রোপচার করেন এই অলরাউন্ডার।
দুই দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, হায়দরাবাদে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজ ড্র হয় ২-২ ব্যবধানে, ২০২১-২২ মৌসুমে। ২০১২-১৩ মৌমুসের পর টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট জেতা হয়নি ইংলিশদের।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৩ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৪ ঘণ্টা আগে