ক্রীড়া ডেস্ক
বর্ণবৈষম্য বিতর্ক যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এই এক বর্ণবৈষম্যের জন্য কী হয়নি প্রোটিয়া ক্রিকেটে? বর্ণবাদের কারণে একটা সময় ক্রিকেট থেকে ২২ বছরের নিষেধাজ্ঞায় ছিল দলটি। তবু প্রায়ই প্রোটিয়া ক্রিকেটে ফিরে এসেছে এই বর্ণবাদ ইস্যু।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কুইন্টন ডি ককের হাঁটু গেঁড়ে বসতে না চাওয়া নিয়ে এই বিতর্ক আবার সামনে আসে। যদিও পরে তিনি হাঁটু গেঁড়ে বসতে রাজি হন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখনো বর্ণবৈষম্য আছে কি না, তা তদন্ত করে দেখছিল এসজেএন কমিশন। যেখানে উঠে এসেছে সাবেক দুই অধিনায়ক গ্রায়াম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের নাম।
এসজেএন কমিশনের পেশ করা ২৩৫ পাতার রিপোর্টে উঠে এসেছে চমকে যাওয়ার মতো আরও তথ্য। সেখানে পরিষ্কার করা হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, তারকা ক্রিকেটারসহ অনেকের বিরুদ্ধে দলের মধ্যে বর্ণবৈষম্যের অভিযোগ। অভিযোগের তীর বোর্ডের বর্তমান ডিরেক্টর স্মিথ, দক্ষিণ আফ্রিকা দলের কোচ ও সাবেক উইকেটকিপার ব্যাটার মার্ক বাউচার এবং ডি ভিলিয়ার্সের দিকে।
২০১২ সালে থামি সোলেকিলসকে না খেলানো নিয়ে স্মিথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাউচার অবসর নেওয়ার পরও উইকেটকিপার ব্যাটার হিসেবে থামিকে ভাবা হয়নি। স্মিথের অধিনায়কত্বের ওই সময়টাতে দক্ষিণ আফ্রিকা বোর্ড, স্মিথ নিজে ও নির্বাচকেরা মিলে অনেক কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ—২০১৫ সালে ভারত সফরে খায়া জন্ডোকে খেলাননি তিনি। তখন অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। অলরাউন্ডার জেপি ডুমিনি দল থেকে ছিটকে যাওয়ার পর জন্ডোকে না খেলিয়ে সিরিজের শেষ ম্যাচে টেস্ট দলে থাকা ডিন এলগারকে খেলান তিনি।
বাউচার আগেই স্বীকার করে নিয়েছেন সতীর্থ স্পিনার পল অ্যাডামসকে বর্ণের ভিত্তিতে একটা বিশেষ নামে ডাকা। যে নামকরণের মূলে ছিলেন তিনিও। তবে বাউচার এই তদন্ত প্রক্রিয়াকে সমর্থন করলেও বর্ণের ভিত্তের কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান বাউচার। তিনজনই কোনো না কোনোভাবে দলের মধ্যে বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ। দায়িত্বে থাকার সময় দল নির্বাচন করেছেন বর্ণের ভিত্তিতে এমন অভিযোগও আছে! দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে চিরস্থায়ী রদবদলের নির্দেশও দিয়েছে এসজেএন কমিশন।
বর্ণবৈষম্য বিতর্ক যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এই এক বর্ণবৈষম্যের জন্য কী হয়নি প্রোটিয়া ক্রিকেটে? বর্ণবাদের কারণে একটা সময় ক্রিকেট থেকে ২২ বছরের নিষেধাজ্ঞায় ছিল দলটি। তবু প্রায়ই প্রোটিয়া ক্রিকেটে ফিরে এসেছে এই বর্ণবাদ ইস্যু।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কুইন্টন ডি ককের হাঁটু গেঁড়ে বসতে না চাওয়া নিয়ে এই বিতর্ক আবার সামনে আসে। যদিও পরে তিনি হাঁটু গেঁড়ে বসতে রাজি হন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখনো বর্ণবৈষম্য আছে কি না, তা তদন্ত করে দেখছিল এসজেএন কমিশন। যেখানে উঠে এসেছে সাবেক দুই অধিনায়ক গ্রায়াম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের নাম।
এসজেএন কমিশনের পেশ করা ২৩৫ পাতার রিপোর্টে উঠে এসেছে চমকে যাওয়ার মতো আরও তথ্য। সেখানে পরিষ্কার করা হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, তারকা ক্রিকেটারসহ অনেকের বিরুদ্ধে দলের মধ্যে বর্ণবৈষম্যের অভিযোগ। অভিযোগের তীর বোর্ডের বর্তমান ডিরেক্টর স্মিথ, দক্ষিণ আফ্রিকা দলের কোচ ও সাবেক উইকেটকিপার ব্যাটার মার্ক বাউচার এবং ডি ভিলিয়ার্সের দিকে।
২০১২ সালে থামি সোলেকিলসকে না খেলানো নিয়ে স্মিথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাউচার অবসর নেওয়ার পরও উইকেটকিপার ব্যাটার হিসেবে থামিকে ভাবা হয়নি। স্মিথের অধিনায়কত্বের ওই সময়টাতে দক্ষিণ আফ্রিকা বোর্ড, স্মিথ নিজে ও নির্বাচকেরা মিলে অনেক কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ—২০১৫ সালে ভারত সফরে খায়া জন্ডোকে খেলাননি তিনি। তখন অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। অলরাউন্ডার জেপি ডুমিনি দল থেকে ছিটকে যাওয়ার পর জন্ডোকে না খেলিয়ে সিরিজের শেষ ম্যাচে টেস্ট দলে থাকা ডিন এলগারকে খেলান তিনি।
বাউচার আগেই স্বীকার করে নিয়েছেন সতীর্থ স্পিনার পল অ্যাডামসকে বর্ণের ভিত্তিতে একটা বিশেষ নামে ডাকা। যে নামকরণের মূলে ছিলেন তিনিও। তবে বাউচার এই তদন্ত প্রক্রিয়াকে সমর্থন করলেও বর্ণের ভিত্তের কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান বাউচার। তিনজনই কোনো না কোনোভাবে দলের মধ্যে বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ। দায়িত্বে থাকার সময় দল নির্বাচন করেছেন বর্ণের ভিত্তিতে এমন অভিযোগও আছে! দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে চিরস্থায়ী রদবদলের নির্দেশও দিয়েছে এসজেএন কমিশন।
ক্রিকেটে ঘন ঘন নিয়ম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বলে থুতু লাগানো তো আইসিসি অনেক আগে থেকেই নিষিদ্ধ করেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে এই নিয়মটি বদলানোর অনুরোধ করেছেন মোহাম্মদ শামি।
২২ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে রাচীন রবীন্দ্রর পথচলা কেবল ৪ বছরের। এরই মধ্যে তিনি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জ্বলে ওঠেন বারুদের মতো।
১ ঘণ্টা আগেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
৪ ঘণ্টা আগে