Ajker Patrika

আইপিএলে এক আফগানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন আরেক আফগান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪৬
মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ছবি: ফেসবুক
মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ছবি: ফেসবুক

২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামে মোহাম্মদ গজনফারকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপিতে। তবে তিনি তো আইপিএল থেকেই ছিটকে গেছেন। এবার তাঁর পরিবর্তে মুম্বাই নিয়েছে আফগানিস্তানের আরেক ক্রিকেটার মুজিব উর রহমানকে।

মুজিবকে নেওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ানস আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। মুম্বাই বলেছে, ‘আফগান অফস্পিনার মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তিনি গজনফারের বদলে এসেছেন। চোটে পড়ায় গজনফার ২০২৫ আইপিএল থেকে ছিটকে গেছেন। মুজিব আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা অন্যতম তরুণ এক ক্রিকেটার এবং আইপিএলে ১৭ বছর বয়সে অভিষেক থেকে প্রভাব রাখছেন। গজনফার দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেটাই আমরা চাচ্ছি। আর মুজিবকে আমাদের পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাই।’

গজনফারের এলফোর ভার্টেব্রায় চিড় ধরা পড়েছে এবং কমপক্ষে চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। তাতে করে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও খেলা হচ্ছে না আফগান এই রহস্যময় স্পিনারের। এসিবি গত ১২ ফেব্রুয়ারি সেটা নিশ্চিত করেছিল। তাঁর পরিবর্তে নানগায়াল খারোতিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নিয়েছে আফগানরা।

আফগানিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে চোট পেয়েছিলেন গজনফার। ২০২৪-এর ১১ ডিসেম্বর থেকে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে সফর করেছে আফগানিস্তান। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলেছিল দল দুটি। সেই সিরিজে আফগান স্পিনার তিন ওয়ানডে ও এক টেস্ট খেলেছিলেন।

২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে আফগানিস্তান। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি আফগানরা গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আফগানিস্তান-ইংল্যান্ড, আফগানিস্তান-অস্ট্রেলিয়া দুটি ম্যাচই হবে লাহোরে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে মুজিব ২৫৬ ম্যাচে ৬.৭৫ ইকোনমিতে নিয়েছেন ২৭৫ উইকেট। তবে আইপিএলে সবশেষ তিনি খেলেছেন ২০২১ সালে। সেবার মুজিব সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলেছিলেন। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত