নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘খেলা দেখার লিংক হবে।’ বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচটি কোথাও সরাসরি সম্প্রচার না হওয়ায় ভক্তরা এই হাহাকার করে গেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বহু খোঁজাখুঁজির পর তাঁরা একটি ‘লিংক’ পেয়েছিলেন বটে। কিন্তু কিছুক্ষণ পর সেটিও উধাও। পরে দর্শকদের হতাশা আরও বাড়ার কথা বাংলাদেশের পরাজয়ে।
আজ আরব আমিরাতের টলারেন্স ওভালে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে বাংলাদেশ বুঝতে পারল বিশ্বকাপের পরীক্ষা কতটা কঠিন হবে। দিবারাত্রির ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করেছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে একপর্যায়ে হারার মুখে থাকা লঙ্কানরা পথ খুঁজে পায় অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে। শেষমেশ ১ ওভার বাকি থাকতেই জয়ের সরণিতে পৌঁছে যায় দাসুন সানাকার দল।
পিঠের চোট সেরে না ওঠায় এই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আইপিএলে টানা খেলে যাওয়ায় বিশ্রাম দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকেও। আগের প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করা মোহাম্মদ সাইফউদ্দিনকেও বিশ্রাম দিয়ে বাংলাদেশ খেলিয়েছে তাসকিন আহমেদকে।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ শুরুটা ভালো হয়নি। ওমান ‘এ’ দলের বিপক্ষে ওপেনিংয়ে শতরানের জুটি হলেও গতকাল আগের রূপই দেখা গেল! পাওয়ার প্লেতে ৪১ রান উঠলেও ততক্ষণে যে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। লিটন ১৩ বলে তিন বাউন্ডারিতে ১৬ রান করলেও নাঈম খেলেছেন টেস্ট মেজাজে–১৯ বলে ১১ রান।
দুই ওপেনারের বিদায়ের পর গতকালও উইকেটে থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে এবার দেশের অভিজ্ঞ ব্যাটার ফিরেছেন ‘আনলাকি থার্টিনে।’ এরপর আফিফ হোসেনও (১১) দ্রুত ফিরলে আরও বিপদে পড়ে বাংলাদেশ।
খাদের কিনারা পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বটা গতকাল বেশ ভালোভাবেই পালন করেছেন সৌম্য সরকার। ২৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করার পর বাংলাদেশকে বোলিংয়েও আশা দেখিয়েছিলেন এই অলরাউন্ডার। সৌম্যর পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত কোটা থেকে–২২। শেষদিকে ১২ বলে ১৬ রানে ভর করে ১৪৭ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে ১২ ওভারে ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে দলের হাল ধরেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্ন। দুজনের ব্যাটে চড়েই ৬ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।
৮ অক্টোবর ওমান ‘এ’ দলকে ৬০ রানের বড় ব্যবধানে হারানোর পর গতকাল লঙ্কানদের কাছে হার, মুশফিকরা বুঝলেন প্রস্তুতিতে কোথায় ঘাটতি রয়ে গেছে। অবশ্য বিশ্বকাপের আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। আগামী পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিতেই বিশ্বকাপের মঞ্চে যেতে চাইবেন মাহমুদউল্লাহরা।
‘খেলা দেখার লিংক হবে।’ বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচটি কোথাও সরাসরি সম্প্রচার না হওয়ায় ভক্তরা এই হাহাকার করে গেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বহু খোঁজাখুঁজির পর তাঁরা একটি ‘লিংক’ পেয়েছিলেন বটে। কিন্তু কিছুক্ষণ পর সেটিও উধাও। পরে দর্শকদের হতাশা আরও বাড়ার কথা বাংলাদেশের পরাজয়ে।
আজ আরব আমিরাতের টলারেন্স ওভালে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে বাংলাদেশ বুঝতে পারল বিশ্বকাপের পরীক্ষা কতটা কঠিন হবে। দিবারাত্রির ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করেছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে একপর্যায়ে হারার মুখে থাকা লঙ্কানরা পথ খুঁজে পায় অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে। শেষমেশ ১ ওভার বাকি থাকতেই জয়ের সরণিতে পৌঁছে যায় দাসুন সানাকার দল।
পিঠের চোট সেরে না ওঠায় এই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আইপিএলে টানা খেলে যাওয়ায় বিশ্রাম দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকেও। আগের প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করা মোহাম্মদ সাইফউদ্দিনকেও বিশ্রাম দিয়ে বাংলাদেশ খেলিয়েছে তাসকিন আহমেদকে।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ শুরুটা ভালো হয়নি। ওমান ‘এ’ দলের বিপক্ষে ওপেনিংয়ে শতরানের জুটি হলেও গতকাল আগের রূপই দেখা গেল! পাওয়ার প্লেতে ৪১ রান উঠলেও ততক্ষণে যে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। লিটন ১৩ বলে তিন বাউন্ডারিতে ১৬ রান করলেও নাঈম খেলেছেন টেস্ট মেজাজে–১৯ বলে ১১ রান।
দুই ওপেনারের বিদায়ের পর গতকালও উইকেটে থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে এবার দেশের অভিজ্ঞ ব্যাটার ফিরেছেন ‘আনলাকি থার্টিনে।’ এরপর আফিফ হোসেনও (১১) দ্রুত ফিরলে আরও বিপদে পড়ে বাংলাদেশ।
খাদের কিনারা পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বটা গতকাল বেশ ভালোভাবেই পালন করেছেন সৌম্য সরকার। ২৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করার পর বাংলাদেশকে বোলিংয়েও আশা দেখিয়েছিলেন এই অলরাউন্ডার। সৌম্যর পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত কোটা থেকে–২২। শেষদিকে ১২ বলে ১৬ রানে ভর করে ১৪৭ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে ১২ ওভারে ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে দলের হাল ধরেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্ন। দুজনের ব্যাটে চড়েই ৬ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।
৮ অক্টোবর ওমান ‘এ’ দলকে ৬০ রানের বড় ব্যবধানে হারানোর পর গতকাল লঙ্কানদের কাছে হার, মুশফিকরা বুঝলেন প্রস্তুতিতে কোথায় ঘাটতি রয়ে গেছে। অবশ্য বিশ্বকাপের আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। আগামী পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিতেই বিশ্বকাপের মঞ্চে যেতে চাইবেন মাহমুদউল্লাহরা।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
২ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
২ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে