Ajker Patrika

রেকর্ডের কথা কখনোই ভাবেন না বাবর

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৫: ১৯
রেকর্ডের কথা কখনোই ভাবেন না বাবর

রেকর্ড গড়া যেন বাবর আজমের কাছে ‘ডালভাত’। প্রতি ম্যাচেই কোনো না কোনো মাইলফলক তিনি স্পর্শ করেন। ‘স্বার্থপর’ শব্দটিও তাঁকে শুনতে হয় মাঝেমধ্যে। তবে বাবর জানিয়েছেন, ব্যক্তিগত মাইলফলক নিয়ে তিনি চিন্তিত নন।

রাওয়ালপিন্ডিতে গত পরশু প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ২৮৯-এর লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ বলে ৪৯ রান করেন বাবর। তাতে দ্বিতীয় দ্রুততম এশিয়ান ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এতে পাকিস্তান অধিনায়কের লেগেছে ২৭৭ ইনিংস। তবে বাবরের কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়ে অবদান রাখাই গুরুত্বপূর্ণ। স্থানীয় এক চ্যানেলকে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগত মাইলফলকের কথা কখনোই চিন্তা করিনি। দলের জয়ে অবদান রাখার মতো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য। এই লক্ষ্যে খেললে আপনি মাইলফলক অর্জন করবেন। দলের জন্য পারফরম্যান্স করাই লক্ষ্য হওয়া উচিত। মাইলফলক, রেকর্ড—এগুলো সেই মানসিকতার ফল।’

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রেকর্ড গড়েন বাবর। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচ জিতেছেন পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটার, যা যৌথ সর্বোচ্চ। বাবরের মতো এই সংস্করণে অধিনায়ক হিসেবে সমান ৪২ ম্যাচ জিতেছেন মরগান ও আসগর আফগান। আর প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ সেঞ্চুরি করেন তিনি, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের মতো তিনটি করে সেঞ্চুরি আছে গ্লেন ম্যাক্সওয়েল ও সূর্যকুমার যাদবের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত