রেকর্ড গড়া যেন বাবর আজমের কাছে ‘ডালভাত’। প্রতি ম্যাচেই কোনো না কোনো মাইলফলক তিনি স্পর্শ করেন। ‘স্বার্থপর’ শব্দটিও তাঁকে শুনতে হয় মাঝেমধ্যে। তবে বাবর জানিয়েছেন, ব্যক্তিগত মাইলফলক নিয়ে তিনি চিন্তিত নন।
রাওয়ালপিন্ডিতে গত পরশু প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ২৮৯-এর লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ বলে ৪৯ রান করেন বাবর। তাতে দ্বিতীয় দ্রুততম এশিয়ান ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এতে পাকিস্তান অধিনায়কের লেগেছে ২৭৭ ইনিংস। তবে বাবরের কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়ে অবদান রাখাই গুরুত্বপূর্ণ। স্থানীয় এক চ্যানেলকে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগত মাইলফলকের কথা কখনোই চিন্তা করিনি। দলের জয়ে অবদান রাখার মতো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য। এই লক্ষ্যে খেললে আপনি মাইলফলক অর্জন করবেন। দলের জন্য পারফরম্যান্স করাই লক্ষ্য হওয়া উচিত। মাইলফলক, রেকর্ড—এগুলো সেই মানসিকতার ফল।’
ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রেকর্ড গড়েন বাবর। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচ জিতেছেন পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটার, যা যৌথ সর্বোচ্চ। বাবরের মতো এই সংস্করণে অধিনায়ক হিসেবে সমান ৪২ ম্যাচ জিতেছেন মরগান ও আসগর আফগান। আর প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ সেঞ্চুরি করেন তিনি, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের মতো তিনটি করে সেঞ্চুরি আছে গ্লেন ম্যাক্সওয়েল ও সূর্যকুমার যাদবের।
রেকর্ড গড়া যেন বাবর আজমের কাছে ‘ডালভাত’। প্রতি ম্যাচেই কোনো না কোনো মাইলফলক তিনি স্পর্শ করেন। ‘স্বার্থপর’ শব্দটিও তাঁকে শুনতে হয় মাঝেমধ্যে। তবে বাবর জানিয়েছেন, ব্যক্তিগত মাইলফলক নিয়ে তিনি চিন্তিত নন।
রাওয়ালপিন্ডিতে গত পরশু প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ২৮৯-এর লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ বলে ৪৯ রান করেন বাবর। তাতে দ্বিতীয় দ্রুততম এশিয়ান ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এতে পাকিস্তান অধিনায়কের লেগেছে ২৭৭ ইনিংস। তবে বাবরের কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়ে অবদান রাখাই গুরুত্বপূর্ণ। স্থানীয় এক চ্যানেলকে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগত মাইলফলকের কথা কখনোই চিন্তা করিনি। দলের জয়ে অবদান রাখার মতো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য। এই লক্ষ্যে খেললে আপনি মাইলফলক অর্জন করবেন। দলের জন্য পারফরম্যান্স করাই লক্ষ্য হওয়া উচিত। মাইলফলক, রেকর্ড—এগুলো সেই মানসিকতার ফল।’
ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রেকর্ড গড়েন বাবর। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচ জিতেছেন পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটার, যা যৌথ সর্বোচ্চ। বাবরের মতো এই সংস্করণে অধিনায়ক হিসেবে সমান ৪২ ম্যাচ জিতেছেন মরগান ও আসগর আফগান। আর প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ সেঞ্চুরি করেন তিনি, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের মতো তিনটি করে সেঞ্চুরি আছে গ্লেন ম্যাক্সওয়েল ও সূর্যকুমার যাদবের।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে