Ajker Patrika

এবারও বাংলাদেশকে হারাতে চান আফগান অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারও বাংলাদেশকে হারাতে চান আফগান অধিনায়ক

মিরপুরে আগামী পরশু শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ২০১৯ সালের পর আবারও বাংলাদেশ সফরে টেস্ট খেলবে আফগানরা। সেবার চট্টগ্রামে ২২৪ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল তারা। এবারও বাংলাদেশকে হারাতে চান হাসমতউল্লাহ শাহিদীরা। 

টেস্টের প্রস্তুতিও ভালোভাবে নিচ্ছেন আফগানরা। গতকাল থেকেই শুরু করেছেন অনুশীলন। আজও মিরপুর একাডেমি মাঠে সকালে আধঘণ্টার বেশি সময় অনুশীলন করেন আফগানিস্তানের খেলোয়াড়েরা। মূলত বৃষ্টির ফলে অনুশীলনে বিঘ্ন ঘটে। 

অনুশীলন শেষে অধিনায়ক হাসমতউল্লাহ জানিয়েছেন, ভালো ক্রিকেট খেলতেই এসেছেন তাঁরা। জিততে চান টেস্টটি। মিরপুরে সংবাদ সম্মেলনে হাসমতউল্লাহ বলেছেন, ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেক দিন ধরে টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে সেটাও দুই বছর আগে।’ 

আফগানিস্তানের টেস্ট দলে অনেকগুলো নতুন মুখ। তাদের নিয়েই আফগানিস্তান ভালো খেলবে প্রত্যাশা আফগানিস্তান অধিনায়কের, ‘আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশা আল্লাহ নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ভালো। প্রতিটি দল ৮-৯টি করে ম্যাচ খেলে। বোর্ড ম্যাচ আরও বাড়ানোর চেষ্টা করছে। ঘরোয়াতে লম্বা সংস্করণের ম্যাচ বেশি খেললে এটা খেলার উন্নতি করে।’ 

২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র ৬টি টেস্ট খেলছে আফগানিস্তান। টেস্ট কম খেলার পরেও হাসমতউল্লাহর বিশ্বাস, ‘আমরা খুব বেশি টেস্ট না খেললেও আমি বিশ্বাস করি আমাদের ভালো খেলোয়াড় আছে।’ 

বাংলাদেশকে ব্যাটিং-বোলিংয়ে ২০১৯ সালে একাই যেন হারিয়ে দিয়েছিলেন রশিদ খান। এবার রশিদ নেই। হাসমতউল্লাহর প্রত্যাশা, যাঁরা আছেন তাঁরাও ভালো করবেন, ‘ (রশিদ না থাকায়) একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত