সাবেক ক্রিকেটারদের দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাট। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে কাজ করবেন আকমল, ইফতিখার ও বাট।
১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের শেষ দুই টেস্ট। এরপর ১২ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আকমল, ইফতিখার, বাট-এই তিন জনের দায়িত্ব নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন করা। যেহেতু তারা এখন দল নির্বাচনের দায়িত্বে নেই, তাঁরা স্কিল ক্যাম্প পরিচালনার মতো বাড়তি দায়িত্বও তাদের দেওয়া হতে পারে।
আকমল, ইফতিখার-দুজনের আগে নির্বাচকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ বছরের শুরুতে পিসিবির জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ৮ সদস্যের কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এই কমিটির দায়িত্ব ছিল আঞ্চলিক ও জেলা পর্যায়ে আঞ্চলিক ও জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়াল পরিচালনা করা। অন্যদিকে গত বছর পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হয়েছিলেন শহীদ আফ্রিদি। তিন সদস্যের কমিটিতে ছিলেন ইফতিখার।
বাটের জন্য পিসিবির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া এবারই প্রথম। ২০১০ এর আগস্টে লর্ডস টেস্টে স্পটফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই টেস্টে পাকিস্তানের অধিনায়কও ছিলেন বাট। ১৩ বছর আগের লর্ডস টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ম্যাচ। ২০০৩ থেকে ২০১০-৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৫ ম্যাচে ৩৩.১৭ গড়ে ৫২০৯ রান করেছেন। ১১ সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন। যার মধ্যে টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে।
সাবেক ক্রিকেটারদের দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাট। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে কাজ করবেন আকমল, ইফতিখার ও বাট।
১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের শেষ দুই টেস্ট। এরপর ১২ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আকমল, ইফতিখার, বাট-এই তিন জনের দায়িত্ব নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন করা। যেহেতু তারা এখন দল নির্বাচনের দায়িত্বে নেই, তাঁরা স্কিল ক্যাম্প পরিচালনার মতো বাড়তি দায়িত্বও তাদের দেওয়া হতে পারে।
আকমল, ইফতিখার-দুজনের আগে নির্বাচকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ বছরের শুরুতে পিসিবির জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ৮ সদস্যের কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এই কমিটির দায়িত্ব ছিল আঞ্চলিক ও জেলা পর্যায়ে আঞ্চলিক ও জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়াল পরিচালনা করা। অন্যদিকে গত বছর পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হয়েছিলেন শহীদ আফ্রিদি। তিন সদস্যের কমিটিতে ছিলেন ইফতিখার।
বাটের জন্য পিসিবির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া এবারই প্রথম। ২০১০ এর আগস্টে লর্ডস টেস্টে স্পটফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই টেস্টে পাকিস্তানের অধিনায়কও ছিলেন বাট। ১৩ বছর আগের লর্ডস টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ম্যাচ। ২০০৩ থেকে ২০১০-৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৫ ম্যাচে ৩৩.১৭ গড়ে ৫২০৯ রান করেছেন। ১১ সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন। যার মধ্যে টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৩৩ মিনিট আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগে