Ajker Patrika

রাজনৈতিক দলগুলোরও দায় দেখছেন বিসিবির প্রধান নির্বাচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৫: ৩৫
রাজনৈতিক দলগুলোরও দায় দেখছেন বিসিবির প্রধান নির্বাচক

খেলোয়াড়দের রাজনীতিতে আসার ঘটনা নতুন কিছু নয়। সনাথ জয়াসুরিয়া, গৌতম গম্ভীররাও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেটা খেলোয়াড়ি জীবনে নয়। বাংলাদেশে রাজনীতিতে জড়ানোর ঘটনা দেখা যাচ্ছে খেলোয়াড়ি জীবনে থাকা অবস্থায়। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায় দেখছেন রাজনৈতিক দলগুলোরও।

মাশরাফি বিন মর্তুজা ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এমপি অবস্থায় খেলেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও। অন্যদিকে সাকিব আল হাসান এ বছরের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে এমপি হওয়ার পর খেলেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই সঙ্গে ক্রিকেট, রাজনীতি চালিয়ে যাওয়ার ব্যাপারে গতকাল তোপ দেগেছিলেন নুরুল হাসান সোহান। সেই সোহানের সুরেই যেন এবার সুর মেলালেন লিপু। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন থেকে এইটা আসলে একটা গাইডলাইন আসা উচিত বলে আমি মনে করি। যদি খেলা আর রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, তাহলে কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? সেটাই তো ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে আমার মনে হয় বোর্ডের যদি সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা থাকে, তাহলে মনে হয় ভালো হবে। কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার কোনটাকে প্রাধান্য দিতে হবে। এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত।’

কোনো ক্রিকেটার হঠাৎ রাজনীতিতে জড়ালে সেটা সেই দেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলে মনে করেন লিপু। বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘কোনো রাজনৈতিক ক্যারিয়ার আপনি তৈরি করে এসেছেন, সেটা ভিন্ন। হঠাৎ করে আপনার যদি স্থানচ্যুতি হয়, আমার মতে তাহলে দেশই বঞ্চিত হয়। যারা রাজনীতি করেন, তাঁরা দেশের জন্যই করেন। দেশের জনগণের জন্যই করেন। তাঁদেরও (রাজনৈতিক দল) ভাবনার সুযোগ আছে একজন খেলোয়াড় যখন দারুণ খেলছেন, আপনি তাঁকে নেবেন কি না। একই ভাবে একটা খেলোয়াড়কেও বেছে নেওয়া উচিত যে কোনটাকে প্রাধান্য দেবেন।’

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে। পুরোনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। লিপু বলেন, ‘যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস নিশ্চয়ই এমন কিছু প্রক্রিয়া থাকবে—কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কি না...।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত