নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলোয়াড়দের রাজনীতিতে আসার ঘটনা নতুন কিছু নয়। সনাথ জয়াসুরিয়া, গৌতম গম্ভীররাও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেটা খেলোয়াড়ি জীবনে নয়। বাংলাদেশে রাজনীতিতে জড়ানোর ঘটনা দেখা যাচ্ছে খেলোয়াড়ি জীবনে থাকা অবস্থায়। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায় দেখছেন রাজনৈতিক দলগুলোরও।
মাশরাফি বিন মর্তুজা ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এমপি অবস্থায় খেলেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও। অন্যদিকে সাকিব আল হাসান এ বছরের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে এমপি হওয়ার পর খেলেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই সঙ্গে ক্রিকেট, রাজনীতি চালিয়ে যাওয়ার ব্যাপারে গতকাল তোপ দেগেছিলেন নুরুল হাসান সোহান। সেই সোহানের সুরেই যেন এবার সুর মেলালেন লিপু। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন থেকে এইটা আসলে একটা গাইডলাইন আসা উচিত বলে আমি মনে করি। যদি খেলা আর রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, তাহলে কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? সেটাই তো ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে আমার মনে হয় বোর্ডের যদি সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা থাকে, তাহলে মনে হয় ভালো হবে। কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার কোনটাকে প্রাধান্য দিতে হবে। এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত।’
কোনো ক্রিকেটার হঠাৎ রাজনীতিতে জড়ালে সেটা সেই দেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলে মনে করেন লিপু। বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘কোনো রাজনৈতিক ক্যারিয়ার আপনি তৈরি করে এসেছেন, সেটা ভিন্ন। হঠাৎ করে আপনার যদি স্থানচ্যুতি হয়, আমার মতে তাহলে দেশই বঞ্চিত হয়। যারা রাজনীতি করেন, তাঁরা দেশের জন্যই করেন। দেশের জনগণের জন্যই করেন। তাঁদেরও (রাজনৈতিক দল) ভাবনার সুযোগ আছে একজন খেলোয়াড় যখন দারুণ খেলছেন, আপনি তাঁকে নেবেন কি না। একই ভাবে একটা খেলোয়াড়কেও বেছে নেওয়া উচিত যে কোনটাকে প্রাধান্য দেবেন।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে। পুরোনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। লিপু বলেন, ‘যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস নিশ্চয়ই এমন কিছু প্রক্রিয়া থাকবে—কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কি না...।’
খেলোয়াড়দের রাজনীতিতে আসার ঘটনা নতুন কিছু নয়। সনাথ জয়াসুরিয়া, গৌতম গম্ভীররাও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেটা খেলোয়াড়ি জীবনে নয়। বাংলাদেশে রাজনীতিতে জড়ানোর ঘটনা দেখা যাচ্ছে খেলোয়াড়ি জীবনে থাকা অবস্থায়। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায় দেখছেন রাজনৈতিক দলগুলোরও।
মাশরাফি বিন মর্তুজা ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এমপি অবস্থায় খেলেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও। অন্যদিকে সাকিব আল হাসান এ বছরের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে এমপি হওয়ার পর খেলেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই সঙ্গে ক্রিকেট, রাজনীতি চালিয়ে যাওয়ার ব্যাপারে গতকাল তোপ দেগেছিলেন নুরুল হাসান সোহান। সেই সোহানের সুরেই যেন এবার সুর মেলালেন লিপু। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন থেকে এইটা আসলে একটা গাইডলাইন আসা উচিত বলে আমি মনে করি। যদি খেলা আর রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, তাহলে কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? সেটাই তো ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে আমার মনে হয় বোর্ডের যদি সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা থাকে, তাহলে মনে হয় ভালো হবে। কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার কোনটাকে প্রাধান্য দিতে হবে। এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত।’
কোনো ক্রিকেটার হঠাৎ রাজনীতিতে জড়ালে সেটা সেই দেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলে মনে করেন লিপু। বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘কোনো রাজনৈতিক ক্যারিয়ার আপনি তৈরি করে এসেছেন, সেটা ভিন্ন। হঠাৎ করে আপনার যদি স্থানচ্যুতি হয়, আমার মতে তাহলে দেশই বঞ্চিত হয়। যারা রাজনীতি করেন, তাঁরা দেশের জন্যই করেন। দেশের জনগণের জন্যই করেন। তাঁদেরও (রাজনৈতিক দল) ভাবনার সুযোগ আছে একজন খেলোয়াড় যখন দারুণ খেলছেন, আপনি তাঁকে নেবেন কি না। একই ভাবে একটা খেলোয়াড়কেও বেছে নেওয়া উচিত যে কোনটাকে প্রাধান্য দেবেন।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে। পুরোনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। লিপু বলেন, ‘যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস নিশ্চয়ই এমন কিছু প্রক্রিয়া থাকবে—কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কি না...।’
পাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
১৭ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
২ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
২ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
৩ ঘণ্টা আগে