ক্রীড়া ডেস্ক
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে