আইপিএল শুরুর আগে আন্তর্জাতিক সংস্করণে দুর্দান্ত ছন্দে ছিলেন শুভমান গিল। অবিশ্বাস্য ছন্দকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অনন্য জায়গায় নিয়েছেন তিনি। একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে প্রতিপক্ষদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছেন উদীয়মান তারকা। যার সর্বশেষ বলি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রতিপক্ষকে ৬২ রানে হারিয়ে এবারের সংস্করণের ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। এতে করে শিরোপা ধরে রাখার সুযোগ পাচ্ছে হার্দিক পান্ডিয়ার দল।
৬০ বলে ১২৯ রানের টর্নেডো ইনিংসে রেকর্ডও গড়েছেন গিল। আইপিএলের ইতিহাসে তাঁর ইনিংসটি প্লে অফে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল বীরেন্দ্র শেবাগের। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন কিংস ইলিভেন পাঞ্চাবের ওপেনার।
বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ। শীর্ষ দুই ইনিংসই হচ্ছে বিপিএলের। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ক্রিস গেইল। ইউনিভার্স বসের পরেই ২০১৯ সালে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল আছেন দ্বিতীয় স্থানে। দুটি ইনিংসেই এসেছে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
ইনিংসে আইপিএলে শীর্ষে হলেও এক সংস্করণে সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের তালিকায় তিনে আছেন গিল। এবারের টুর্নামেন্টে গতকাল তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৬ ও ২০২২ সালে বিরাট কোহলি ও জস বাটলার ৪ সেঞ্চুরি হাঁকিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। সেঞ্চুরির মতোই মোট রানের তালিকায় অভিজ্ঞ দুই ব্যাটারের পরেই আছেন গিল। ৮৫১ রানে এবারের সংস্করণে শীর্ষে থাকলে সব মিলিয়ে তিনে আছেন তিনি। অন্যদিকে গত বছর ৮৬৩ রানে দুইয়ে আছেন বাটলার। আর ৯৭৩ রানে সবার শীর্ষে আছেন ‘রানের মেশিন’ নামে পরিচিত কোহলি।
গিলের সেঞ্চুরিতে সর্বশেষ টুর্নামেন্টের পুরোনো মঞ্চে ফিরে এসেছে গুজরাট। গতবার আহমেদাবাদের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উদ্যাপন করে গুজরাট। আগামীকাল আবারও সেই উপলক্ষের সুযোগ পাচ্ছে তারা। তবে কাজটা এবার তাদের সহজ হবে না। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল দুর্দান্ত ছন্দে রয়েছে টুর্নামেন্টে। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ধোনিরা। সঙ্গে এই মৌসুমে শেষে ব্যাট-প্যাড তুলে রাখার সম্ভাবনা থাকায় শেষটাও রাঙাতে চাইবেন ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আইপিএল শুরুর আগে আন্তর্জাতিক সংস্করণে দুর্দান্ত ছন্দে ছিলেন শুভমান গিল। অবিশ্বাস্য ছন্দকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অনন্য জায়গায় নিয়েছেন তিনি। একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে প্রতিপক্ষদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছেন উদীয়মান তারকা। যার সর্বশেষ বলি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রতিপক্ষকে ৬২ রানে হারিয়ে এবারের সংস্করণের ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। এতে করে শিরোপা ধরে রাখার সুযোগ পাচ্ছে হার্দিক পান্ডিয়ার দল।
৬০ বলে ১২৯ রানের টর্নেডো ইনিংসে রেকর্ডও গড়েছেন গিল। আইপিএলের ইতিহাসে তাঁর ইনিংসটি প্লে অফে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল বীরেন্দ্র শেবাগের। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন কিংস ইলিভেন পাঞ্চাবের ওপেনার।
বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ। শীর্ষ দুই ইনিংসই হচ্ছে বিপিএলের। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ক্রিস গেইল। ইউনিভার্স বসের পরেই ২০১৯ সালে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল আছেন দ্বিতীয় স্থানে। দুটি ইনিংসেই এসেছে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
ইনিংসে আইপিএলে শীর্ষে হলেও এক সংস্করণে সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের তালিকায় তিনে আছেন গিল। এবারের টুর্নামেন্টে গতকাল তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৬ ও ২০২২ সালে বিরাট কোহলি ও জস বাটলার ৪ সেঞ্চুরি হাঁকিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। সেঞ্চুরির মতোই মোট রানের তালিকায় অভিজ্ঞ দুই ব্যাটারের পরেই আছেন গিল। ৮৫১ রানে এবারের সংস্করণে শীর্ষে থাকলে সব মিলিয়ে তিনে আছেন তিনি। অন্যদিকে গত বছর ৮৬৩ রানে দুইয়ে আছেন বাটলার। আর ৯৭৩ রানে সবার শীর্ষে আছেন ‘রানের মেশিন’ নামে পরিচিত কোহলি।
গিলের সেঞ্চুরিতে সর্বশেষ টুর্নামেন্টের পুরোনো মঞ্চে ফিরে এসেছে গুজরাট। গতবার আহমেদাবাদের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উদ্যাপন করে গুজরাট। আগামীকাল আবারও সেই উপলক্ষের সুযোগ পাচ্ছে তারা। তবে কাজটা এবার তাদের সহজ হবে না। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল দুর্দান্ত ছন্দে রয়েছে টুর্নামেন্টে। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ধোনিরা। সঙ্গে এই মৌসুমে শেষে ব্যাট-প্যাড তুলে রাখার সম্ভাবনা থাকায় শেষটাও রাঙাতে চাইবেন ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৯ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
১১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১২ ঘণ্টা আগে