Ajker Patrika

গরম থেকে ক্রিকেটারদের বাঁচাতে বিসিবি যা করছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২২: ৫১
গরম থেকে ক্রিকেটারদের বাঁচাতে বিসিবি যা করছে

কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ক্রিকেট মাঠেও তীব্র গরমের প্রভাব স্পষ্ট। আবহাওয়া অধিদপ্তর থেকেই স্বস্তির খবর নেই, এই দাবদাহ চলতে পারে আরও বেশ কিছুদিন।

এদিকে ঢাকায় চলছে প্রিমিয়ার লিগ, চট্টগ্রামে জাতীয় দলের অনুশীলন ও জিম্বাবুয়ে সিরিজ সামনে। দাবদাহের মধ্যেই ক্রিকেটীয় ব্যস্ততায় খেলোয়াড়-কোচিং স্টাফদের অসুস্থ হওয়া ও চোটের ঝুঁকি থাকছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে বিসিবিও। গরমে খেলোয়াড়-কোচদের অসুস্থতার পাশ কাটাতে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে এক কর্মশালার আয়োজন করেছে তারা। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বেড়েছে, এই আর্দ্রতা খেলার জন্য ক্ষতিকর। আমাদের এ অবস্থায় খেলা চালাতে হবে। বিজ্ঞানসম্মতভাবে এটার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া জানতে হবে। এ বিষয়ে বিশেষজ্ঞদের এনে সংশ্লিষ্ট বিভাগগুলোয় যারা আছে—আম্পায়ারিং, গ্রাউন্ডস, বিভিন্ন ক্লাবের ট্রেনার-ফিজিওদের নিয়ে একটা সেশন করিয়েছি।’ 

ক্রিকেট-সংশ্লিষ্ট সবাইকে কী নির্দেশিকা দেওয়া হচ্ছে, এ বিষয়ে দেবাশীষ বললেন, ‘একটা গাইডলাইন দেওয়া হয়েছে। কত গ্লাস পানি পান করবে, কী খেতে হবে, কতবার গোসল করবে ইত্যাদি। এতে অসুস্থতার পাশা কাটিয়ে ক্রিকেটাররা পারফর্ম করতে পারবে।’ 

আজ কর্মশালার প্রশিক্ষক ছিলেন আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান ও জনস্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. ওয়াসিফ আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত