Ajker Patrika

যে ম্যাচে চোখ থাকবে বাংলাদেশেরও

আপডেট : ০৩ জুন ২০২৪, ১৫: ১৫
যে ম্যাচে চোখ থাকবে বাংলাদেশেরও

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের একটিও টেস্ট খেলুড়ে দলের লড়াই ছিল না। আইসিসির দুই সহযোগী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছে পাপুয়া নিউগিনি। তবে আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম প্রথম দেখবে আইসিসির পূর্ণ সদস্য দুই দেশ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ওপর চোখ থাকবে নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসানদেরও! 

এ দুই দলের সঙ্গে ‘ডি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে হলে সহজ হিসাবে বাংলাদেশকে এ দুই দলের এক দলকে পয়েন্ট টেবিলে পেছনে ফেলতে হবে। তাই প্রতিদ্বন্দ্বীদের শক্তি-দুর্বলতার হদিস করতে ম্যাচটির দিকে নজর রাখতেই পারে বাংলাদেশ। 

 ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছেন হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম। আইপিএলের ফর্মটাকেই এ দুই ব্যাটার বিশ্বকাপের মঞ্চেও টেনে নিতে চাইবেন। তবে ছোট ক্রিকেটের বড় এই আসরে সফল দল নয় দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের গণ্ডি মাড়িয়ে কখনো ফাইনালই খেলা হয়নি দলটির। উল্টো দিকে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একবার, ২০১৪ সালে। ফাইনাল খেলেছে আরও দুবার ২০০৯ ও ২০১২ সালে। মজার ব্যাপার, কোনো টুর্নামেন্টেই তারা ফেবারিট ছিল না। ফেবারিট না হয়েও এবারও কি চমক দেখাতে পারবে শ্রীলঙ্কা?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত