ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে সংস্করণে অধিনায়কত্বের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের মতো ওয়ানডে নেতৃত্বে প্রথম জয়টাও পেয়েছেন কিউইদের বিপক্ষে। দুটো জয়ই আবার ঐতিহাসিক। সর্বশেষে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। সিলেটে জেতা সেই ম্যাচে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছিল শান্তর।
আজ নেপিয়ারে শান্তর নেতৃত্বে আরেকটি ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের।মতো ওয়ানডে জিতল বাংলাদেশ দল। শান্ত গতকালই এক রকম হুঙ্কার দিয়ে রেখেছেন, শেষ ওয়ানডে জয়ের জন্য মাঠে নামবেন তাঁরা।
ম্যাকলিন পার্কে আজ সেই কথা রেখে বেশ গর্বিত শান্ত। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, 'ছেলেরা যেভাবে এই ম্যাচ খেলেছে, সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম এই সিরিজ জিততে পারব। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি।'
সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের বোলাররা। আজ নিউজিল্যান্ডের ১০টি উইকেটই নিয়েছেন তাদের পেস বোলাররা। শান্তর মতে, বোলাররা এ সিরিজ থেকে অনেক কিছু শিখেছে, শেষ ম্যাচে তা কাজেও লাগিয়েছেন তাঁরা। তিনি বললেন, 'বোলাররা অনেক কিছু শিখেছে। তারা ভালো জায়গায় বোলিং করছিল, উইকেট খোঁজা লাগেনি তাদের। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। আমি (বোলারদের) প্রভাবিত করার চেষ্টা করিনি, শুধু আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি এবং প্রক্রিয়াগুলোতে ফোকাস করেছি।'
৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যা নিয়ে ৫ম ওভারে সৌম্য সরকার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্রিজে আসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল বিজয়কে সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। যার সৌজন্য সহজ জয় পায় বাংলাদেশ।
১৬তম ওভারে আদিত্য আশিকের প্রথম বলে দুই রান নিয়ে দলের জয় ও নিজের ফিফটিও নিশ্চিত করেন শান্ত। ৪১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার।
ওয়ানডে সংস্করণে অধিনায়কত্বের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের মতো ওয়ানডে নেতৃত্বে প্রথম জয়টাও পেয়েছেন কিউইদের বিপক্ষে। দুটো জয়ই আবার ঐতিহাসিক। সর্বশেষে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। সিলেটে জেতা সেই ম্যাচে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছিল শান্তর।
আজ নেপিয়ারে শান্তর নেতৃত্বে আরেকটি ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের।মতো ওয়ানডে জিতল বাংলাদেশ দল। শান্ত গতকালই এক রকম হুঙ্কার দিয়ে রেখেছেন, শেষ ওয়ানডে জয়ের জন্য মাঠে নামবেন তাঁরা।
ম্যাকলিন পার্কে আজ সেই কথা রেখে বেশ গর্বিত শান্ত। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, 'ছেলেরা যেভাবে এই ম্যাচ খেলেছে, সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম এই সিরিজ জিততে পারব। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি।'
সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের বোলাররা। আজ নিউজিল্যান্ডের ১০টি উইকেটই নিয়েছেন তাদের পেস বোলাররা। শান্তর মতে, বোলাররা এ সিরিজ থেকে অনেক কিছু শিখেছে, শেষ ম্যাচে তা কাজেও লাগিয়েছেন তাঁরা। তিনি বললেন, 'বোলাররা অনেক কিছু শিখেছে। তারা ভালো জায়গায় বোলিং করছিল, উইকেট খোঁজা লাগেনি তাদের। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। আমি (বোলারদের) প্রভাবিত করার চেষ্টা করিনি, শুধু আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি এবং প্রক্রিয়াগুলোতে ফোকাস করেছি।'
৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যা নিয়ে ৫ম ওভারে সৌম্য সরকার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্রিজে আসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল বিজয়কে সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। যার সৌজন্য সহজ জয় পায় বাংলাদেশ।
১৬তম ওভারে আদিত্য আশিকের প্রথম বলে দুই রান নিয়ে দলের জয় ও নিজের ফিফটিও নিশ্চিত করেন শান্ত। ৪১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার।
এক শ দিনের বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের বাইরের এই দীর্ঘ বিরতিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে...
১৭ মিনিট আগেযা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১৩ ঘণ্টা আগে