২০২৩ বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত। ভারত টানা ১০ ম্যাচ জিতে হোঁচট খেয়েছে ফাইনালে গিয়ে। অন্যদিকে ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া টানা ৯ ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন।
পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে খেলা ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংখ্যাই বেশি আইসিসির ২০২৩ বিশ্বকাপ দলে। ভারতের ৬ ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার আছেন আইসিসির ঘোষিত দলে। ৭৬৫ রান করা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা বিরাট কোহলি আছেন এই দলে। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আইসিসির দলেরও অধিনায়ক। কোহলির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত।
কোহলি, রোহিতের পাশাপাশি আছেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। রাহুল ব্যাটিংয়ে করেছেন ৪৫২ রান ও উইকেটরক্ষক হিসেবে ১৭টি ডিসমিসাল করেছেন। শামি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের সেরা বোলিং করেছেন। বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ উইকেট নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন বুমরা।
আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত খেলেছেন জাদেজা। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হলেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল। শামির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন জাম্পা। ম্যাক্সওয়েল ভাঙা পা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ফাইনালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেটও তুলে নিয়েছেন ম্যাক্সওয়েল।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ একাদশে একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দারুণ খেলেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি, সর্বোচ্চ ২০ ডিসমিসাল করেছেন তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২ সেঞ্চুরির দুটিই করেছেন ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক নিয়েছেন ২১ উইকেট। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন জেরাল্ড কোয়েটজি।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত): ৫৯৭ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৪.২৭
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা): ৫৯৪ রান; ৪ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৯.৪০; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
বিরাট কোহলি (ভারত): ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৯৫.৬২
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড): ৫৫২ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৯
লোকেশ রাহুল (ভারত): ৪৫২ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭৫.৩৩; ১৭ ডিসমিসাল; ১৬ ক্যাচ; ১ স্টাম্পিং
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ৪০০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৬.৬৭; ৬ উইকেট; ইকোনমি: ৪.৮১;
রবীন্দ্র জাদেজা (ভারত): ১২০ রান; ব্যাটিং গড়: ৪০; ১৬ উইকেট; ইকোনমি: ৪.২৫; ইনিংসে ৫ উইকেট: ১ টি
জসপ্রীত বুমরা (ভারত): ২০ উইকেট; ইকোনমি: ৪.০৬
দিলশান মাদুশঙ্ক (শ্রীলঙ্কা): ২১ উইকেট; ইকোনমি: ৪.০৬; ইনিংসে ৫ উইকেট: ১ টি
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২৩ উইকেট; ইকোনমি: ৫.৩৬
মোহাম্মদ শামি (ভারত): ২৪ উইকেট; ইকোনমি: ৫.২৬; ইনিংসে ৫ উইকেট:৩টি
দ্বাদশ ক্রিকেটার; জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) : ২০ উইকেট; ইকোনমি: ৬.২৩;
২০২৩ বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত। ভারত টানা ১০ ম্যাচ জিতে হোঁচট খেয়েছে ফাইনালে গিয়ে। অন্যদিকে ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া টানা ৯ ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন।
পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে খেলা ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংখ্যাই বেশি আইসিসির ২০২৩ বিশ্বকাপ দলে। ভারতের ৬ ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার আছেন আইসিসির ঘোষিত দলে। ৭৬৫ রান করা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা বিরাট কোহলি আছেন এই দলে। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আইসিসির দলেরও অধিনায়ক। কোহলির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত।
কোহলি, রোহিতের পাশাপাশি আছেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। রাহুল ব্যাটিংয়ে করেছেন ৪৫২ রান ও উইকেটরক্ষক হিসেবে ১৭টি ডিসমিসাল করেছেন। শামি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের সেরা বোলিং করেছেন। বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ উইকেট নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন বুমরা।
আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত খেলেছেন জাদেজা। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হলেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল। শামির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন জাম্পা। ম্যাক্সওয়েল ভাঙা পা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ফাইনালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেটও তুলে নিয়েছেন ম্যাক্সওয়েল।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ একাদশে একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দারুণ খেলেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি, সর্বোচ্চ ২০ ডিসমিসাল করেছেন তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২ সেঞ্চুরির দুটিই করেছেন ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক নিয়েছেন ২১ উইকেট। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন জেরাল্ড কোয়েটজি।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত): ৫৯৭ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৪.২৭
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা): ৫৯৪ রান; ৪ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৯.৪০; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
বিরাট কোহলি (ভারত): ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৯৫.৬২
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড): ৫৫২ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৯
লোকেশ রাহুল (ভারত): ৪৫২ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭৫.৩৩; ১৭ ডিসমিসাল; ১৬ ক্যাচ; ১ স্টাম্পিং
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ৪০০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৬.৬৭; ৬ উইকেট; ইকোনমি: ৪.৮১;
রবীন্দ্র জাদেজা (ভারত): ১২০ রান; ব্যাটিং গড়: ৪০; ১৬ উইকেট; ইকোনমি: ৪.২৫; ইনিংসে ৫ উইকেট: ১ টি
জসপ্রীত বুমরা (ভারত): ২০ উইকেট; ইকোনমি: ৪.০৬
দিলশান মাদুশঙ্ক (শ্রীলঙ্কা): ২১ উইকেট; ইকোনমি: ৪.০৬; ইনিংসে ৫ উইকেট: ১ টি
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২৩ উইকেট; ইকোনমি: ৫.৩৬
মোহাম্মদ শামি (ভারত): ২৪ উইকেট; ইকোনমি: ৫.২৬; ইনিংসে ৫ উইকেট:৩টি
দ্বাদশ ক্রিকেটার; জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) : ২০ উইকেট; ইকোনমি: ৬.২৩;
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে