Ajker Patrika

আফগানিস্তানে ভালো আছে রশিদ-নবীদের পরিবার 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৬: ৪২
আফগানিস্তানে ভালো আছে রশিদ-নবীদের পরিবার 

তালেবানরা আফগানিস্তান দখলে নেওয়ার পর থেকে পরিবার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। দেশটির এই চলমান সংকটাপন্ন সময়ে শিষ্যদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আফগানিস্তানের সাবেক ব্যাটিং কোচ উমেশ পাটওয়ালও। পরে পাটওয়াল নিজেই ক্রিকেটারদের খোঁজখবর নিয়ে জানিয়েছেন, আফগানিস্তানে নিরাপদেই আছে রশিদ-নবীদের পরিবার। 

মোহাম্মদ নবী, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি ও হযরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে নিজে থেকেই যোগাযোগের চেষ্টা করেন পাটওয়াল। তাঁর এই চেষ্টা বৃথা যায়নি। এই চার ক্রিকেটারই পাটওয়ালকে জানিয়েছেন, তাঁদের পরিবার এখন নিরাপদে আছে। ভারতীয় সংবাদমাধ্যমকে পাটওয়াল বলেছেন, ‘শিনওয়ারি, জাজাই, নবী ও রশিদ খানের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে তাদের পরিবার নিরাপদে আছে।’ 

কাবুলে থাকার সময় নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন পাটওয়াল। তালেবানদের ক্রিকেটপ্রীতি নিয়ে তিনি বলেছেন, ‘আমিও একসময় কাবুলে ছিলাম। তখন শুনেছিলাম, তালেবানরা ক্রিকেট ও ক্রিকেটারদের ভালোবাসে।’ 

আফগানিস্তানের ক্ষমতার এই পালাবদলের সময় ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলছেন রশিদ ও নবী। শত শত আফগান যখন দেশ ছাড়ছিলেন, তখন আফগানিস্তানে অবস্থান করছিল তাঁদের পরিবার। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। 

কদিন আগে রশিদের দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনও। তিনি বলেছিলেন, ‘তার (রশিদ খান) বাড়িতে অনেক কিছুই ঘটছে। মাঠের সীমানার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে অনেক কথা হয়েছে। সে খুবই দুশ্চিন্তায় আছে। তার পরিবার আফগানিস্তানে আটকে পড়েছে। এখনো তাদের দেশ থেকে আনতে পারেনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত