Ajker Patrika

একটা বছর খারাপ যেতেই পারে, বলছেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৫: ১৭
একটা বছর খারাপ যেতেই পারে, বলছেন শান্ত

এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল বাংলাদেশ দল। নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সেই যাত্রা থেমে গেছে। কাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের প্রিয় ওয়ানডে সংস্করণেও সময়টা অনুকূলে নেই তাদের।

গত বছর আফগানিস্তানের বিপক্ষে হারের পর এশিয়া কাপ ও হতাশার ওয়ানডে বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজ হার। এত বিপরীত ফলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব শান্তর কাঁধেই। টি-টোয়েন্টির পর এবার নিয়মিত অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। শান্তর মতে, একটা দল টানা ভালো করার পর খারাপ সময়ও আসতে পারে। ফলে এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।

এ বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দিয়ে আজ ওয়ানডে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘সব সময় চ্যালেঞ্জ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে খেলার আগে চ্যালেঞ্জ থাকে। যেটা বললেন, ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কাজেই একটা বছর খারাপ যেতেই পারে। কিন্তু দল হিসেবে ঘুরে দাঁড়িয়ে এই বছরে ভালোভাবে ফেরাটা গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা ভালোভাবে প্রস্তুত।’

এখন প্রায় প্রতিবছরই কোনো না কোনো আইসিসির টুর্নামেন্ট থাকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই ওয়ানডে-টেস্ট খেলতে হবে শান্তদের। কিন্তু টুর্নামেন্টে নিজেদের কীভাবে মানিয়ে নেন তাঁরা?

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও আছে ওয়ানডে ও টেস্ট সিরিজ। শান্ত বললেন, ‘খুব একটা প্রভাব ফেলে না। কারণ এই জিনিসটা আমরা সবাই মানিয়ে নিয়েছি। গত চার-পাঁচ বছর ক্রিকেট এভাবেই এগোচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য সিরিজ থাকে বা প্রস্তুতির সুযোগ থাকে, সময়ও থাকে। মানসিকভাবে সবাই ফিট হতে পারে। সবাই এভাবেই খেলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত