Ajker Patrika

বৃষ্টি পিছিয়ে দিল ডিপিএলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি পিছিয়ে দিল ডিপিএলের ম্যাচ

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় দিনের সবকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় রাউন্ডের স্থগিত হওয়া এই ছয়টি ম্যাচই হবে ৩ জুন। দুই দিন বিরতির পর আবার শুরু হবে ডিপিএল।

টি–টোয়েন্টি সংস্করণে শুরু হওয়া ডিপিএলের প্রথম রাউন্ড হয়েছে কাল। প্রথম দিনে ছয়টি ম্যাচের পরই একটি ধাক্কা। এবারের ধাক্কা করোনা নয়, দিল বৃষ্টি। স্থগিত ম্যাচ নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্যসচিব আলী হোসেন বলেছেন, ‘কোনো ম্যাচই পরিত্যক্ত হয়নি, সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো দুদিন পর আবার হবে। তৃতীয় রাউন্ডের জায়গায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে। এভাবে ম্যাচগুলো এক দিন করে পিছিয়ে যাবে।’

মিরপুরে সকাল থেকে বৃষ্টি হওয়ায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ম্যাচে টস হয়নি। মাঠের পিচ কাভারই সরানো যায়নি। পরে ম্যাচটি স্থগিত হয়। সাভারের বিকেএসপিতেও একই ছবি। সকালের দুটি ম্যাচই মাঠে গড়ায়নি। পরে ম্যাচটি স্থগিত করা হয়। বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনী লিমিটেড ও ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। স্থগিত হয়েছে এ ম্যাচও।

গুঞ্জন উঠেছে, প্রিমিয়ার লিগের সব ম্যাচ এখন থেকে মিরপুরে হতে পারে। এই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন আলী হোসেন, ‘এক মাঠে ছয় ম্যাচ দিলে মাঠের ওপর অনেক চাপ পড়বে। এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নিইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত