Ajker Patrika

বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড ‘এ’ দল

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে আরব আমিরাতে সরে গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা ও নিষেধাজ্ঞা থাকায় নারী বিশ্বকাপ শেষ পর্যন্ত বাংলাদেশে হচ্ছে না। ঠিক একই কারণে এবার নিউজিল্যান্ড তাদের ‘এ’ দলকে বাংলাদেশে পাঠাচ্ছে না। 

দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের। ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

নিউজিল্যান্ড ‘এ’ দলের সফর স্থগিত হলেও পরে সুবিধাজনক সময়ে আয়োজনের কথা বললেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।’ 

এই মুহূর্তে বাংলাদেশ ‘এ’ দল আছে পাকিস্তানে। লাল বলের সিরিজ প্রায় শেষের দিকে। সামনে ওয়ানডে সিরিজ খেলতে আজ পাকিস্তানে রওনা দিয়েছেন রিশাদ হোসেন আর শেখ মেহেদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত