Ajker Patrika

ভারত সিরিজ নিয়েই কি তাহলে বাংলাদেশকে ‘সতর্ক’ করেছেন খাজা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২: ১২
Thumbnail image

বাংলাদেশ-ভারত সিরিজ যেন এখন ‘হট টপিকে’ পরিণত হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞ, তারকা ক্রিকেটারদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরাও বিভিন্ন রকম মন্তব্য করছেন এশিয়ার এই দুই দলের সিরিজ নিয়ে। উসমান খাজাও কথা বলেছেন এই সিরিজ নিয়ে। 

স্টার স্পোর্টসের সঙ্গে গতকাল কথা বলার সময় খাজা সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তিনি কথা বলেছেন রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। ১০০ টেস্ট খেলে অশ্বিন ঝুলিতে পুরেছেন ৫১৬ উইকেট। যার ৩৬৩টিই নিয়েছেন ঘরের মাঠে। যেখানে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরমের (চিপক) কন্ডিশন যে হাতের তালুর মতো চেনা অশ্বিনের। স্টার স্পোর্টসকে অশ্বিনকে নিয়ে খাজা বলেন, ‘রবি খুব দারুণ এক বোলার। খুবই কৌশলী। সব সময় একটা পরিকল্পনা থাকে তার। পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। ম্যাচের চেয়ে সব সময় এক ধাপ এগিয়ে থাকে।’

বাংলাদেশ সিরিজ দিয়েই ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ভারত খেলবে ঘরের মাঠে। টানা দুটি ‘হোম টেস্ট সিরিজ’ খেলার পর ভারত পাড়ি জমাবে অস্ট্রেলিয়ায়। পার্থে ২২ নভেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। 

ভারত হোক বা অস্ট্রেলিয়া,  যেকোনো ভেন্যুতেই অশ্বিনের ভয়ংকর হয়ে ওঠার সামর্থ্য রয়েছে। তিনি (অশ্বিন) টেস্টে সবচেয়ে বেশি ১৩ বার আউট করেছেন বেন স্টোকসকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ডেভিড ওয়ার্নারের উইকেট অশ্বিন নিয়েছেন ১১ বার।  জেমস অ্যান্ডারসন ও অ্যালিস্টার কুককে ৯ বার করে আউট করেছেন অশ্বিন। এছাড়া খাজার সঙ্গে ৫ বারের দেখায় ৪ বারই উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। পরিসংখ্যানগত দিক থেকে বাঁহাতিদের বিপক্ষে অশ্বিন  এগিয়ে থাকলেও মুখিয়ে আছেন খাজা। অস্ট্রেলিয়ার বাঁহাতি টপ অর্ডার ব্যাটার লিখেছেন, ‘তার ক্রিকেটীয় মস্তিষ্কের আমি খুব প্রশংসা করি। ঠান্ডা মাথায় খেলতে সে পছন্দ করে। চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।’ 

প্রকৌশলী হিসেবেও সুনাম রয়েছে অশ্বিনের। ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন তিনি। মাঠের ক্রিকেটেও সেই ছাপটা ধরে রাখেন ভারতীয় এই স্পিনার। এ বছরের জুনে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে মাইকেল ভন খোঁচা মেরে সুর বদলেছিলেন। সেই ম্যাচে ভারত কীভাবে জিতেছে, সেটা  ক্যালকুলাসের এক জটিল সূত্র লিখে অশ্বিন বুঝিয়েছিলেন ভনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত