ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে প্রায় দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন। ফেরার সিরিজে বেশ দারুণ বোলিংও করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৪ ইনিংসে নেন সর্বোচ্চ ৮ উইকেট। ইকোনমি ৯.৩১। সমান ইনিংসে সমান উইকেট নিয়েছেন তাসকিন আহমেদরাও। সিরিজ-সেরাও হয়েছেন তিনি।
তবে আজ ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চোটে পড়া তাসকিন থাকলেও জায়গা হয়নি সাইফউদ্দিনের। এই পেস অলরাউন্ডার গত কয়েক মাসে বেশ ভালোও করছিলেন। ডিপিএলের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন ছন্দে। তার পরও সাইফউদ্দিনের বাদ পড়ার কারণ ইয়র্কার ভালো করতে না পারা। আজ দল ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন বিসিবি নির্বাচকেরা।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘তানজিম সাকিব ও সাইফউদ্দিনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আমরা বেশির ভাগ তাকিয়ে ছিলাম সাইফউদ্দিনের দিকে। ব্যাটিংয়ে (জিম্বাবুয়ে সিরিজে) তিনি বেশি সুযোগ পাননি। তবে ডেথ ওভারে ইয়র্কারের যে সামর্থ্য রয়েছিল, সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও উন্নতি করেছি। ঘরোয়া ক্রিকেটে সে যেটা করেছে, সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা একটা তারতম্য লক্ষ করেছি।’
জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।
৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
বিশ্বকাপে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
আরও পড়ুন:
চোট কাটিয়ে প্রায় দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন। ফেরার সিরিজে বেশ দারুণ বোলিংও করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৪ ইনিংসে নেন সর্বোচ্চ ৮ উইকেট। ইকোনমি ৯.৩১। সমান ইনিংসে সমান উইকেট নিয়েছেন তাসকিন আহমেদরাও। সিরিজ-সেরাও হয়েছেন তিনি।
তবে আজ ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চোটে পড়া তাসকিন থাকলেও জায়গা হয়নি সাইফউদ্দিনের। এই পেস অলরাউন্ডার গত কয়েক মাসে বেশ ভালোও করছিলেন। ডিপিএলের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন ছন্দে। তার পরও সাইফউদ্দিনের বাদ পড়ার কারণ ইয়র্কার ভালো করতে না পারা। আজ দল ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন বিসিবি নির্বাচকেরা।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘তানজিম সাকিব ও সাইফউদ্দিনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আমরা বেশির ভাগ তাকিয়ে ছিলাম সাইফউদ্দিনের দিকে। ব্যাটিংয়ে (জিম্বাবুয়ে সিরিজে) তিনি বেশি সুযোগ পাননি। তবে ডেথ ওভারে ইয়র্কারের যে সামর্থ্য রয়েছিল, সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও উন্নতি করেছি। ঘরোয়া ক্রিকেটে সে যেটা করেছে, সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা একটা তারতম্য লক্ষ করেছি।’
জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।
৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
বিশ্বকাপে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে