ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
হোবার্টে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। এই ম্যাচে খেলেননি পাকিস্তানের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান খেলেননি। নতুন অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে খেলতে নেমে শুরুটা দারুণ করলেও স্কোরবোর্ডে পাকিস্তান জমা করতে পেরেছে ১১৭ রান। বাবর আজমের ২৮ বলে ৪১ রান ছাড়া বাকিদের ইনিংসে বলার মতো কিছু ছিল না। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৫২ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ৩ ওভারে খরচ করেন ৪৩ রান।
This team needs a revamp, Senior players who are baggage on the team must be replaced 🚨, Getting whitewashed by this Australian side is shameful, horrible, & embarrassing to say the least. Australia chased Pakistan's total in just 11. 2 overs. This is what modern-day cricket is.…
— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) November 18, 2024
পাকিস্তান বাজে পারফরম্যান্স করলে তেড়েফুঁড়ে আসা যে আহমেদ শেহজাদের অভ্যাস, তিনি বসে থাকেননি। হোবার্টে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেহজাদ লেখেন, ‘এই দলের পুনর্গঠন করতে হবে। দলের বোঝা হয়ে থাকা সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে অন্য কাউকে আনতে হবে। অস্ট্রেলিয়ার এই দলের কাছে ধবলধোলাই হওয়া লজ্জাজনক ও ভয়াবহ ব্যাপার। পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র ১১.২ ওভারেই জিতে গেছে। এটাই হচ্ছে আধুনিক যুগের ক্রিকেট। আমাদের ক্রিকেটারদের শক্তির অভাব।’
কয়েক দিন আগে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হয়েছেন রিজওয়ান। সেই রিজওয়ানের ধীরগতির ব্যাটিংয়ের কারণেই (২৬ বলে ১৬ রান) সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি। মাঝে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজ পাকিস্তান খেললেও শেহজাদের চিন্তা তো দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিন সংস্করণেরই ক্রিকেট খেলবে এশিয়ার দলটি। শেহজাদ লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ তো আসছে। দেখি পাকিস্তান একই ব্যর্থ ক্রিকেটারদের আবারও নেবে নাকি ঘরোয়া ক্রিকেট থেকে তরুণ প্রতিভা নেবে অথবা সিনিয়র ক্রিকেটারদের বাদ দেবে। ব্যাটিং, বোলিং সব বিভাগেই পরিবর্তন দরকার।’
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট কেপটাউনে শুরু হবে ৩ জানুয়ারি। ৩৩.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে পয়েন্ট টেবিলের সাতে থাকা পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার কোনো সুযোগ নেই। তবে দক্ষিণ আফ্রিকার রয়েছে। ৫৪.১৭ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে প্রোটিয়ারা। এক, দুই, তিন ও চারে থাকা অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সফলতার হার ৬২.৫০, ৫৮.৩৩, ৫৫.৫৬ ও ৫৪.৫৫।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
হোবার্টে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। এই ম্যাচে খেলেননি পাকিস্তানের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান খেলেননি। নতুন অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে খেলতে নেমে শুরুটা দারুণ করলেও স্কোরবোর্ডে পাকিস্তান জমা করতে পেরেছে ১১৭ রান। বাবর আজমের ২৮ বলে ৪১ রান ছাড়া বাকিদের ইনিংসে বলার মতো কিছু ছিল না। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৫২ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ৩ ওভারে খরচ করেন ৪৩ রান।
This team needs a revamp, Senior players who are baggage on the team must be replaced 🚨, Getting whitewashed by this Australian side is shameful, horrible, & embarrassing to say the least. Australia chased Pakistan's total in just 11. 2 overs. This is what modern-day cricket is.…
— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) November 18, 2024
পাকিস্তান বাজে পারফরম্যান্স করলে তেড়েফুঁড়ে আসা যে আহমেদ শেহজাদের অভ্যাস, তিনি বসে থাকেননি। হোবার্টে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেহজাদ লেখেন, ‘এই দলের পুনর্গঠন করতে হবে। দলের বোঝা হয়ে থাকা সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে অন্য কাউকে আনতে হবে। অস্ট্রেলিয়ার এই দলের কাছে ধবলধোলাই হওয়া লজ্জাজনক ও ভয়াবহ ব্যাপার। পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র ১১.২ ওভারেই জিতে গেছে। এটাই হচ্ছে আধুনিক যুগের ক্রিকেট। আমাদের ক্রিকেটারদের শক্তির অভাব।’
কয়েক দিন আগে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হয়েছেন রিজওয়ান। সেই রিজওয়ানের ধীরগতির ব্যাটিংয়ের কারণেই (২৬ বলে ১৬ রান) সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি। মাঝে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজ পাকিস্তান খেললেও শেহজাদের চিন্তা তো দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিন সংস্করণেরই ক্রিকেট খেলবে এশিয়ার দলটি। শেহজাদ লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ তো আসছে। দেখি পাকিস্তান একই ব্যর্থ ক্রিকেটারদের আবারও নেবে নাকি ঘরোয়া ক্রিকেট থেকে তরুণ প্রতিভা নেবে অথবা সিনিয়র ক্রিকেটারদের বাদ দেবে। ব্যাটিং, বোলিং সব বিভাগেই পরিবর্তন দরকার।’
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট কেপটাউনে শুরু হবে ৩ জানুয়ারি। ৩৩.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে পয়েন্ট টেবিলের সাতে থাকা পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার কোনো সুযোগ নেই। তবে দক্ষিণ আফ্রিকার রয়েছে। ৫৪.১৭ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে প্রোটিয়ারা। এক, দুই, তিন ও চারে থাকা অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সফলতার হার ৬২.৫০, ৫৮.৩৩, ৫৫.৫৬ ও ৫৪.৫৫।
স্কোরকার্ডে লেখা থাকবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্র হয়েছে। কিন্তু যাঁরা খেলা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পারবেন ভারতের কাছে এই ড্রয়ের মাহাত্ম্য কতটুকু। ম্যাচ ড্র হওয়ার আগে ঘটেছে নাটকীয় ঘটনাও। যেখানে ইংল্যান্ডের প্রস্তাবে ভারত নারাজ ছিল।
২ মিনিট আগেঅস্ট্রেলিয়ার কাছে তিন টেস্টের তিনটিতেই বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ধারাবাহিকতা বজায় থাকল টি-টোয়েন্টি সিরিজেও। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টির চারটিতেই জিতেছে অস্ট্রেলিয়া।
৪৪ মিনিট আগেভারত-পাকিস্তানের মাঠের লড়াই এখন তেমন একটা জমজমাট হয় না। বেশির ভাগ ম্যাচই একতরফাভাবে জেতে ভারত। তবে মাঠের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবস্থা যেমনই হোক না কেন, মাঠের বাইরে তাদের বিভিন্ন ঘটনা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এমনকি পাকিস্তান কোনো ম্যাচ না খেললেও আলোচনায় ঠিকই চলে আসে।
১ ঘণ্টা আগেক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালে আল নাসরে যাওয়ার পর সৌদি আরবে ফুটবলারদের যাওয়ার ধুম পড়ে গেছে। নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোরাও খেলেছেন সৌদি ক্লাবে। এবার পর্তুগালের তরুণ ফুটবলার হোয়াও ফেলিক্সের ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে