Ajker Patrika

‘সাকিব-মাহমুদউল্লাহর অফ ফর্মই বাংলাদেশকে বিশ্বকাপে ভুগিয়েছে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৪, ১২: ৩২
‘সাকিব-মাহমুদউল্লাহর অফ ফর্মই বাংলাদেশকে বিশ্বকাপে ভুগিয়েছে’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরের ৯টিতেই খেলেছেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবার খেলেছেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার এবারের বিশ্বকাপে রীতিমতো ধুঁকেছেন। তাঁদের অফ ফর্মের প্রভাব বিশ্বকাপে পড়েছে বলে মনে করেন তাসকিন আহমেদ। 

৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে ১১১ রান—ব্যাটিংয়ে সাকিব কেমন ব্যর্থ ছিলেন এবারের বিশ্বকাপে তা এই পরিসংখ্যানই বলে দিচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন সাকিব। অন্যান্য সময় দেখা গেছে, ব্যাটিংয়ে না পারলেও বোলিং দিয়ে সেটা পুষিয়ে দেন। সেই বোলিংয়ে ৭.৫০ ইকোনমিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যামিও ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই মাহমুদউল্লাহর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ অব্দি থেকেও দলকে জেতাতে পারেননি তিনি। এমনকি আফগানদের বিপক্ষে ১৯ বলে ৪৩ রান করলেই বাংলাদেশ যখন সেমিতে ওঠে, সেই সময় মাহমুদউল্লাহ ৫টি ডট বল খেলেছেন। 

সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও সুপার এইটে থেমে যায় বাংলাদেশের পথচলা। হতাশাজনক বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমণযাত্রা শেষে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। ভ্রমণক্লান্তির সঙ্গে হতাশার স্পষ্ট ছাপ দেখা গেছে তাসকিনসহ অনেকের মধ্যেই। সাকিব-মাহমুদউল্লাহর অফ ফর্মের প্রসঙ্গ এলে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম অবশ্যই প্রভাব ফেলেছে। ৪৭ দিন সবাই একসঙ্গে ছিলাম। মাঠের বাইরে সবকিছু ভালো ছিল। গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা ফর্মে না থাকলে সেই দলে স্বাভাবিকভাবেই সমস্যা হবে।’ 

সুপার এইটে অস্ট্রেলিয়া, ভারতের কাছে হেরে সেমিফাইনালে খেলার আশা একরকম শেষই হয়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর বাংলাদেশ একটা আশার আলো খুঁজে পায় যখন আফগানিস্তান, ভারতের কাছে টানা দুই ম্যাচ অজিরা হেরে বসে। সেন্ট ভিনসেন্টে ২৫ জুন নেট রানরেটের হিসেব মেলাতো বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে ১১৬ রান করলেই বাংলাদেশ উঠত সেমিফাইনালে। প্রথম ৪ ওভারে ৩ উইকেটে ৩৬ রান করে সেমির সমীকরণ মেলানোর পথে এগোচ্ছিল বাংলাদেশ। তবে হঠাৎ করে খেই হারিয়ে বৃষ্টি আইনে নাজমুল হোসেন শান্তর দল হেরে যায় ৮ রানে। তাসকিন বলেন, ‘শেষ ম্যাচটা (আফগানিস্তান) ১২.১ ওভারে সবারই জেতার পরিকল্পনা ছিল। সেই ইনটেন্ট নিয়ে খেলা শুরু করি। একটা পর্যায়ে যখন মনে হলো, ১২ ওভারে হবে না, তখন জেতার চেষ্টা করেছি। সেই চেষ্টাও আমাদের ব্যর্থ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত