Ajker Patrika

বিশ্বকাপে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৬: ২১
বিশ্বকাপে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী তামিম

অবশেষে আজ ঘোষণা হয়েছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছয় ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালা, কলকাতা আর পুনেতে দুটি করে বাংলাদেশের ৯ ম্যাচের ছয়টি হবে। বিশ্বকাপে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

সূচি প্রকাশের পর আইসিসিকে তামিম বলেছেন, ‘আমাদের যে দলটা বিশ্বকাপে খেলবে, সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’ 

ভারতে খেলতে পারা সব সময় আনন্দের জানিয়ে তামিম আরও বলেছেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। সমর্থকদের উপচে পড়া সমর্থন, দারুণ সব স্টেডিয়াম ও ক্রিকেট নিয়ে সমর্থকদের জানাশোনা, অন্যরকম এক অভিজ্ঞতাই হবে। পৃথিবীর যে প্রান্তেই আমরা খেলি না কেন, সব সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পাই।’ 

দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচ জেতা খুব একটা সহজ হবে বলে মনে করেন না তামিম। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের কাঠামোই এমন যে এখানে নির্ভার থাকার সুযোগ নেই। সব দলই এখানে কঠিন। কোনো ম্যাচই সহজ হবে না। এটাই (বিশ্বকাপ) চূড়ান্ত মঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কারণ, সাদা বলে এর চেয়ে চ্যালেঞ্জের কিছু নেই, যেখানে ধারাবাহিকভাবে আপনার টেম্পারামেন্ট ও ম্যাচের কোন সময়ে কীভাবে উতরে যেতে হবে সেটার সর্বোচ্চ পরীক্ষা নেয়।’

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ: 
তারিখ                 প্রতিপক্ষ                      ভেন্যু
৭ অক্টোবর           আফগানিস্তান               ধর্মশালা
১০ অক্টোবর        ইংল্যান্ড                      ধর্মশালা 
১৪ অক্টোবর        নিউজিল্যান্ড                 চেন্নাই 
১৯ অক্টোবর        ভারত                         পুনে 
২৪ অক্টোবর       দক্ষিণ আফ্রিকা               মুম্বাই 
২৮ অক্টোবর       কোয়ালিফায়ার ১          কলকাতা 
৩১ অক্টোবর        পাকিস্তান                    কলকাতা 
৬ নভেম্বর          কোয়ালিফায়ার ২            দিল্লি 
১২ নভেম্বর         অস্ট্রেলিয়া                      পুনে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত