Ajker Patrika

ইমন যাচ্ছেন, মিরাজ তাহলে থাকছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪৮
Thumbnail image

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ প্রায় শেষের দিকে চলে এসেছে। টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলছেন শুধুই ২০ ওভারের ক্রিকেটের জন্য দেশে থাকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি দলে থাকা খেলোয়াড়েরা ভারতে যাচ্ছেন পরশু।

বিসিবি সূত্র জানায়, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন পরশু। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তাঁরা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। এখানেই ৬ অক্টোবর শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সূত্র আরও জানায়, টি-টোয়েন্টি দলে দুই বছর পর ফিরেছেন পারভেজ হোসেন ইমন। টেস্ট সিরিজ শেষে ২০ ওভারের সংস্করণের ক্রিকেট খেলতে দলের সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও থেকে যাওয়ার গুঞ্জন আছে। সাকিব আল হাসান অবসরে যাওয়ায় মিরাজকে আবারও টি-টোয়েন্টিতে চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিছু বলতে চাইলেন না। শুধু জানালেন, আজ ভারত সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেবেন তাঁরা।

গতকাল প্রস্তুতির ফাঁকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলেছেন দলের স্পিন বিভাগের অন্যতম ভরসা রিশাদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যে পাঁচ-ছয়জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে, সেগুলোয় ভালো করা যায়।’ সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বলেছেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত