চ্যাম্পিয়নস ট্রফি
ক্রীড়া ডেস্ক
উপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা কে না জানেন! শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—উপমহাদেশের এই তিন দলের টিকিট নিয়ে চাহিদা থাকে তুঙ্গে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকিট কেনাবেচার কথা শুনলেই বোঝা পাবে আইসিসির ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আগ্রহ থাকে! টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালের প্রচারিত সংবাদে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হতে লেগেছে কেবল এক ঘণ্টা। অন্যদিকে টিকিটের চাহিদা নিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-ভারত, ভারত-নিউজিল্যান্ড এই দুই ম্যাচের টিকিট দুই ঘণ্টা পর্যন্ত টিকেছে। এমনকি ৪ মার্চ দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালের টিকিটও শেষ।
দুবাইয়ের স্থানীয় সময় গতকাল বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে টিকিটের এমন চাহিদা ভক্ত-সমর্থকদের রীতিমতো অবাক করেছে। দেড় লাখেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে কী অবস্থা হয়েছে, সেটার বর্ণনা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক এভাবে দিয়েছেন, ‘টিকিটের জন্য মানুষের সারি যে দীর্ঘ হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যেভাবে এত তাড়াতাড়ি টিকিট শেষ হলো, সেটা অবাক করার মতো। যখনই লাইনে ঠিকমতো দাঁড়াতে পারলাম, দেখলাম মাত্র দুই ধরনের টিকিট বাকি। এগুলো ছিল আমার বাজেটের বাইরে।’ দুবাইয়ে প্ল্যাটিনাম ক্যাটেগরির টিকিটের দাম ২ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬৬ হাজার টাকা। আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের দাম ৫ হাজার দিরহাম (১ লাখ ৬৫ হাজার টাকা)।
আট দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না বলে হাইব্রিড মডেলে সমাধান বের করেছে আইসিসি। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত মিলে আইসিসির ইভেন্টটি। ভারতের গ্রুপ পর্বের তিন ম্যাচ, একটি সেমিফাইনালসহ চার ম্যাচ হওয়ার কথা দুবাইয়ে। তবে ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে দুবাইয়ে। সেক্ষেত্রে মরুর বুকে ম্যাচ হবে পাঁচটি। গ্রুপ পর্ব, দুই সেমিফাইনাল, ফাইনালসহ সব মিলে চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ১৫ ম্যাচ।
২০ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে। ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
উপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা কে না জানেন! শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—উপমহাদেশের এই তিন দলের টিকিট নিয়ে চাহিদা থাকে তুঙ্গে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকিট কেনাবেচার কথা শুনলেই বোঝা পাবে আইসিসির ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আগ্রহ থাকে! টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালের প্রচারিত সংবাদে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হতে লেগেছে কেবল এক ঘণ্টা। অন্যদিকে টিকিটের চাহিদা নিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-ভারত, ভারত-নিউজিল্যান্ড এই দুই ম্যাচের টিকিট দুই ঘণ্টা পর্যন্ত টিকেছে। এমনকি ৪ মার্চ দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালের টিকিটও শেষ।
দুবাইয়ের স্থানীয় সময় গতকাল বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে টিকিটের এমন চাহিদা ভক্ত-সমর্থকদের রীতিমতো অবাক করেছে। দেড় লাখেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে কী অবস্থা হয়েছে, সেটার বর্ণনা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক এভাবে দিয়েছেন, ‘টিকিটের জন্য মানুষের সারি যে দীর্ঘ হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যেভাবে এত তাড়াতাড়ি টিকিট শেষ হলো, সেটা অবাক করার মতো। যখনই লাইনে ঠিকমতো দাঁড়াতে পারলাম, দেখলাম মাত্র দুই ধরনের টিকিট বাকি। এগুলো ছিল আমার বাজেটের বাইরে।’ দুবাইয়ে প্ল্যাটিনাম ক্যাটেগরির টিকিটের দাম ২ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬৬ হাজার টাকা। আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের দাম ৫ হাজার দিরহাম (১ লাখ ৬৫ হাজার টাকা)।
আট দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না বলে হাইব্রিড মডেলে সমাধান বের করেছে আইসিসি। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত মিলে আইসিসির ইভেন্টটি। ভারতের গ্রুপ পর্বের তিন ম্যাচ, একটি সেমিফাইনালসহ চার ম্যাচ হওয়ার কথা দুবাইয়ে। তবে ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে দুবাইয়ে। সেক্ষেত্রে মরুর বুকে ম্যাচ হবে পাঁচটি। গ্রুপ পর্ব, দুই সেমিফাইনাল, ফাইনালসহ সব মিলে চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ১৫ ম্যাচ।
২০ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে। ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন দিমুথ করুনারত্নে। গত বছরের শুরু থেকে রান করেছেন কেবল ২৭.০৫ গড়ে। বয়সের ছাপও স্পষ্ট। তা ছাড়া আগামী দেড় বছরে কেবলমাত্র দুটি টেস্টই খেলবে শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগেএ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
৪ ঘণ্টা আগে৬৩১ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে রশিদ খান ও ডোয়াইন ব্রাভো। সেই রেকর্ডটা নিজের করে নেওয়ার সুযোগ আজ রশিদের। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হচ্ছে এসএ টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারের এম আই কেপটাউন-পার্ল রয়্যালস ম্যাচ। রশিদ এম আই কেপটাউনের অধিনায়ক। এক ন
৪ ঘণ্টা আগে