Ajker Patrika

পন্টিংয়ের প্রশংসা পেয়ে ‘ধন্য’ মনে করছেন বাবর

পন্টিংয়ের প্রশংসা পেয়ে ‘ধন্য’ মনে করছেন বাবর

রানের ফুলঝুরি ছোটানো অভ্যাস বানিয়ে ফেলেছেন বাবর আজম। দুর্দান্ত পারফরম্যান্স করে কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন বাবর। কদিন আগে বাবরের প্রশংসা করেছেন রিকি পন্টিং। পন্টিংয়ের প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন পাকিস্তানি অধিনায়ক। 

২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন বাবর আজম। তিন সংস্করণ মিলে ৪৪ ম্যাচে ৫২ ইনিংস ব্যাটিং করেছেন। ৮ সেঞ্চুরিতে ৫৪.১২ গড়ে ২৫৯৮ রান করেছিলেন বাবর। টানা ৯ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার রেকর্ড গড়েন পাকিস্তানি অধিনায়ক। যার মধ্যে রয়েছে ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো স্যার গারফিল্ড সবার্স ট্রফি জিতেছেন এবং টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানি অধিনায়ক। সবার্স ট্রফি জেতার পর বাবরের প্রশংসা করে আইসিসির এক অনুষ্ঠানে পন্টিং বলেছিলেন, ‘বাবর গত তিন-চার বছরে অনেক উন্নতি করেছে।’ 

পন্টিংয়ের প্রশংসা পেয়ে সম্মানিত বোধ করছেন বাবর। আইসিসি ডিজিটাল ইনসাইডারে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যখন এমন একজন কিংবদন্তি ক্রিকেটার আপনার প্রশংসা করে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি তখন ভাবদে থাকেন যে, এমন বড় মাপের খেলোয়াড় আপনাকে নিয়ে কথা বলছেন।’ 

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ৮ বছরের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন বাবর। ওয়ানডেতে দুইবার হ্যাটট্রিক সেঞ্চুরি করেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৬০ রান করে যৌথভাবে শীর্ষে আছেন পাকিস্তানি অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত