Ajker Patrika

এত কম রান করে আগে জেতেনি বাংলাদেশ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২: ৩৯
এত কম রান করে আগে জেতেনি বাংলাদেশ

দারুণ এক জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ জিতলেও গতকাল হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ান পেসারদের বিপক্ষে সুবিধা করতে পারেননি সৌম্য-শামীমরা। ১৩১ রানে বাংলাদেশের ইনিংস শেষ হলেও শেষ পর্যন্ত বোলারদের বীরত্বে ম্যাচ জেতে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এর আগে প্রতিপক্ষকে এত কম রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতেনি বাংলাদেশ।

কাল মিরপুরে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করতে পেরেছিল ১৩১ রান। বাংলাদেশের ইনিংস শেষে ২০ রান কম হয়েছে মনে হলেও সেই ঘাটতিটা বুঝতে দেননি সাকিব-নাসুমরা। বাংলাদেশের স্পিনের কোনো জবাবই ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে। সিরিজ শুরুর সাকিবদের নিয়ে যে শঙ্কার কথা জানিয়েছিলেন ম্যাথু ওয়েড সেটাই যেন কাল হাতেকলমে দেখলেন। নাসুম–সাকিব–মেহেদীদের ঘূর্ণি বিষে ১১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেননি ওয়েড-মার্শরা। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জেতে ২৩ রানে। 

এর আগে ২০১৬ সালে মিরপুরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করে জিতেছিল বাংলাদেশ। আমিরাতকে ৮১ রানে অলআউট করে ৫১ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে কম রানের লক্ষ্য দিয়ে এতদিন এটাই ছিল বাংলাদেশের সেরা জয়। 

তবে দেশের বাইরে সবচেয়ে কম রান করে জিতেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিল বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে আইরিশরা ৬ উইকেট হারিয়ে করতে পেরেছিল ১৪৫ রান। এক রানে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতলেও আড়াল হচ্ছে না বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য-নাঈম-মাহমুদউল্লাহদের পালা বোলারদের সঙ্গে সমানতালে এগিয়ে আসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত