Ajker Patrika

যুক্তরাষ্ট্রের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন উইলিয়ামস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন উইলিয়ামস

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে সব ম্যাচেই কোনো না কোনো কীর্তি গড়েই চলেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা-শন উইলিয়ামসরা এ বছর ভারতে বিশ্বকাপ খেলতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ, আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই সেটি প্রমাণ করেছেন। আজ তো হারারে স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটাররা আরও বিস্ফোরক হয়ে উঠলেন। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিম্বাবুয়ে গড়েছে রানের রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ৪০০ রান করেছে তারা। উইলিয়ামসের সেঞ্চুরি, জয়লর্ড গাম্বির ফিফটি, রাজা ও রায়ান বার্লের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬ উইকেটে ৪০৮ রান করেছে জিম্বাবুয়ে। এটিই ওয়ানডেতে এখন তাদের সর্বোচ্চ সংগ্রহ। 

এর আগে ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে ৩৫১ রান করেছিল জিম্বাবুয়ে। এত দিন তাদের সর্বোচ্চ ছিল এটি। হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি পয়েন্টের সঙ্গে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে স্বাগতিকদের। 

ব্যাটিং পেয়ে সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছেন রাজা-বার্লরা। ব্যাট হাতে অধিনায়ক উইলিয়ামসই নেতৃত্ব দিয়েছেন দলকে। ১০১ বলে খেলেছেন ১৭৪ রানে অসাধারণ এক ইনিংস। ২১টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মেরেছেন ইনিংসে। জিম্বাবুয়ের হয়ে কোনো ক্রিকেটারের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে বাংলাদেশের বিপক্ষে চালর্স কভেন্ট্রি ১৯৪ ও কেনিয়ার বিপক্ষে হ্যামিল্টন মাসাকাদজা করেছিলেন ১৭৮ রান। 

এর আগে ওপেনার গাম্বি ফেরেন ৭৮ রান। ছন্দে থাকা রাজা ২৭ বলে করেন ৪৮ রান। ১৬ বলে ৪৭ রানের ঝড় তোলে ফেরেন বার্ল। ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মারুমানি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের স্কোরে জমা হয় ৪০৮ রান। ওয়ানডেতে এটি ২৩ তম ৪০০ কিংবা এর বেশি রানের ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত