Ajker Patrika

আগের চারটি বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চান মুশফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬: ৫০
আগের চারটি বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চান মুশফিক

সকাল সাড়ে ৯টার দিকে অনুশীলনের ফাঁকে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে এলেন মুশফিকুর রহিম। বিসিবি আগেই জানিয়েছিল, খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে আজ। তাই এর আগেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মাঠে এসে জড়ো হলেন। শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে ট্রফি রাখতেই এগিয়ে এলেন খেলোয়াড় ও কোচিং-স্টাফরা। 

গ্রুপ ছবির পর কেউ আবার একক পোজও দিলেন আলোকচিত্রীর সহায়তায়। স্বপ্নের বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে শামীম পাটোয়ারি তো চুমুই এঁকে দিলেন। সেটি আবার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। 

ফটোসেশনের পর আইসিসির বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে অনুভূতি জানিয়েছেন চার বিশ্বকাপে খেলা মুশফিক। অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে এই উইকেটরক্ষক-ব্যাটারের পঞ্চম বিশ্বকাপ। তবে মুশফিক আশাবাদী আগের চার বিশ্বকাপের চেয়ে এবার আরও ভালো করবে বাংলাদেশ দল। 

মুশফিক বলেন, ‘কাগজে কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো করবে তারা জিতবে। আর অভিজ্ঞতার ব্যাপারটা যেটা, তা হলো আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলে থাকি, তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করতে পারি।’ 

কয়েক বছর ধরে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। এবার দলও বেশ গোছানো, তাই মুশফিকের বিশ্বাস আগের চেয়ে এবার ভালো করবে দল, ‘সেই বিশ্বাস আছে কিন্তু সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।’ 

একটা সময় বাংলাদেশের বোলিং আক্রমণ বলতেই স্পিননির্ভর বলা হতো। তবে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের সৌজন্যে পেস বোলিং ইউনিটও বেশ শক্তিশালী এখন। সম্প্রতি অনেক সিরিজে সামর্থ্যের প্রমাণও রেখেছেন তাঁরা। ওই ধারাবাহিকতা বিশ্বকাপে অব্যাহত থাকবে বলে বিশ্বাস তাসকিনের, ‘আসলে এটা শুনতে খুব আনন্দের, আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত