দিনাজপুর প্রতিনিধি
‘হামার এত ভালো ছৈলটা পুরুস্কার আনির যাই লাশ হই গেইল। হাসি-খুশি ছোয়ালটা হামার হারাই গেল রে। এই পুরস্কারের জন্যে ওঁয় (মাশরাফি) খাই, না খাই কত্তো কষ্ট কইল। এলা পুরস্কারগুলা ধরি ওর মায়ের কান্দোন কাঁয় থামাইবে রে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের মারুফের বাবা।
ট্রেন থেকে পড়ে মারা যাওয়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের (মারুফ) আকস্মিক মৃত্যুতে তাঁর মা–বাবা ও এলাকাবাসীর কান্না থামছে না। এমন প্রাণোচ্ছল তরুণের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। আজ বুধবার ভোর থেকে মাশরাফির বড় বাউল গ্রামের বাড়িতে ভিড় করছেন এলাকাসহ আশপাশের গ্রামবাসীরা।
ঢাকায় শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে সাইক্লিং প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিয়ে মাশরাফি তিনটি পদক জিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথে গত মঙ্গলবার চিরিরবন্দর স্টেশনে ট্রেন থেকে পড়ে মারা যান তিনি।
আজ সকালে মাশরাফিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা আনিছুর রহমান বাড়ির বাইরে একটি চেয়ারে বিষণ্ন চেহারায় বসে আছেন। বাড়ির ভেতরে মা ছেলের কথা বলছেন আর পুরস্কারগুলো আঁকড়ে ধরে অঝোরে চোখের পানি ফেলছেন।
মাশরাফিদের বাড়িতে চারটি মাটির ঘর। তার একটিতে মারুফ থাকতেন। সেই ঘরের কাঠের আলমারিতে ভর্তি নানান পদক।
মাশরাফির চাচা আলাউদ্দিন বলেন, ‘সে তো গেল আমাদের আজীবনের জন্য কান্দাইয়া রাখি গেল। সারা রাত ওর বাবা-মা চোখের পানি ফেলছে। ফজরের নামাজ পড়েই ওর বাবা গোরস্থানে ছুটে গেছে।’
মাশরাফির বাবা বাড়ির কাছের একটি পোস্ট অফিসের পিয়ন পদে কর্মরত। তিন ভাইয়ের মধ্যে মাশরাফি দ্বিতীয়। ছোটবেলা থেকেই মাশরাফির পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল মনোযোগ। মাশরাফি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটেসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
‘হামার এত ভালো ছৈলটা পুরুস্কার আনির যাই লাশ হই গেইল। হাসি-খুশি ছোয়ালটা হামার হারাই গেল রে। এই পুরস্কারের জন্যে ওঁয় (মাশরাফি) খাই, না খাই কত্তো কষ্ট কইল। এলা পুরস্কারগুলা ধরি ওর মায়ের কান্দোন কাঁয় থামাইবে রে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের মারুফের বাবা।
ট্রেন থেকে পড়ে মারা যাওয়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের (মারুফ) আকস্মিক মৃত্যুতে তাঁর মা–বাবা ও এলাকাবাসীর কান্না থামছে না। এমন প্রাণোচ্ছল তরুণের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। আজ বুধবার ভোর থেকে মাশরাফির বড় বাউল গ্রামের বাড়িতে ভিড় করছেন এলাকাসহ আশপাশের গ্রামবাসীরা।
ঢাকায় শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে সাইক্লিং প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিয়ে মাশরাফি তিনটি পদক জিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথে গত মঙ্গলবার চিরিরবন্দর স্টেশনে ট্রেন থেকে পড়ে মারা যান তিনি।
আজ সকালে মাশরাফিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা আনিছুর রহমান বাড়ির বাইরে একটি চেয়ারে বিষণ্ন চেহারায় বসে আছেন। বাড়ির ভেতরে মা ছেলের কথা বলছেন আর পুরস্কারগুলো আঁকড়ে ধরে অঝোরে চোখের পানি ফেলছেন।
মাশরাফিদের বাড়িতে চারটি মাটির ঘর। তার একটিতে মারুফ থাকতেন। সেই ঘরের কাঠের আলমারিতে ভর্তি নানান পদক।
মাশরাফির চাচা আলাউদ্দিন বলেন, ‘সে তো গেল আমাদের আজীবনের জন্য কান্দাইয়া রাখি গেল। সারা রাত ওর বাবা-মা চোখের পানি ফেলছে। ফজরের নামাজ পড়েই ওর বাবা গোরস্থানে ছুটে গেছে।’
মাশরাফির বাবা বাড়ির কাছের একটি পোস্ট অফিসের পিয়ন পদে কর্মরত। তিন ভাইয়ের মধ্যে মাশরাফি দ্বিতীয়। ছোটবেলা থেকেই মাশরাফির পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল মনোযোগ। মাশরাফি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটেসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
২ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৫ ঘণ্টা আগে