বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বিতর্কের রসদ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিও তার ব্যতিক্রম হয়নি। অ্যাডিলেডে গতকাল আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুলকালাম। ঘুরে ফিরে আলোচনায় ভেজা মাঠ, বিরাট কোহলির ‘ফেক’ ফিল্ডিং।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মতে, ভারতকে সেমিফাইনালে তুলতে বৃষ্টির পর ভেজা মাঠে বাংলাদেশকে জোর করে খেলানো হয়েছে। ৭ ওভার শেষে যখন বৃষ্টি নামে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে ম্যাচটা জিতে বাংলাদেশ। সে ক্ষেত্রে এই ম্যাচ হারলে সেমির লড়াই কঠিন হতো ভারতের।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ করে আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’
বৃষ্টির আগে বেশ ছন্দে ছিলেন লিটন দাস। যদিও বৃষ্টির পর রানআউটের শিকার হন তিনি। মাঠ ভেজা থাকায় পিছলে গিয়ে একবার হাতেও চোট পান এই ওপেনার। পরের বলেই রানআউট হন। বৃষ্টির পর বেশি তাড়াহুড়া করে খেলা শুরু করা হয়েছে বলে অভিযোগ আফ্রিদির, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত। তবে লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বিতর্কের রসদ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিও তার ব্যতিক্রম হয়নি। অ্যাডিলেডে গতকাল আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুলকালাম। ঘুরে ফিরে আলোচনায় ভেজা মাঠ, বিরাট কোহলির ‘ফেক’ ফিল্ডিং।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মতে, ভারতকে সেমিফাইনালে তুলতে বৃষ্টির পর ভেজা মাঠে বাংলাদেশকে জোর করে খেলানো হয়েছে। ৭ ওভার শেষে যখন বৃষ্টি নামে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে ম্যাচটা জিতে বাংলাদেশ। সে ক্ষেত্রে এই ম্যাচ হারলে সেমির লড়াই কঠিন হতো ভারতের।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ করে আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’
বৃষ্টির আগে বেশ ছন্দে ছিলেন লিটন দাস। যদিও বৃষ্টির পর রানআউটের শিকার হন তিনি। মাঠ ভেজা থাকায় পিছলে গিয়ে একবার হাতেও চোট পান এই ওপেনার। পরের বলেই রানআউট হন। বৃষ্টির পর বেশি তাড়াহুড়া করে খেলা শুরু করা হয়েছে বলে অভিযোগ আফ্রিদির, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত। তবে লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে