Ajker Patrika

বিশ্বকাপের জন্য কমিটি গঠন করেছে পাকিস্তান প্রধানমন্ত্রী

বিশ্বকাপের জন্য কমিটি গঠন করেছে পাকিস্তান প্রধানমন্ত্রী

ওয়ানডে বিশ্বকাপের সব কিছু ঠিকঠাক হলেও টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে কিছুদিন আগে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজ একটি কমিটি গঠন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির প্রধান কাজ হবে ভারতে যাওয়ার পরিকল্পনা করা।

কমিটির প্রতিবেদনের উপর নির্ভর করবে পাকিস্তানের বিশ্বকাপে যাওয়া না যাওয়া। বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯ ম্যাচ পাকিস্তান খেলবে ৫ স্টেডিয়ামে। এই পাঁচ ভেন্যুতে নিরাপত্তা দল পাঠানোর চিন্তা করেছে পিসিবি। এরপরেই ভারতে বিশ্বকাপ খেলার জন্য বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের চূড়ান্ত অনুমতি দেবে সরকার।

সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে কিছুদিন আগে এক পিসিবির সূত্র বলেছিলেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’

৫ অক্টোবর বিশ্বকাপের ১৩তম সংস্করণর শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত