ক্রীড়া ডেস্ক
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলেছে। কিন্তু নিকোলাস পুরানকে আর দেখা যায়নি। অবশেষে তিনি বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বাংলাদেশের বিপক্ষে ছয় মাস আগের টি-টোয়েন্টি ম্যাচটা তাই হয়ে রইল উইন্ডিজের হয়ে পুরানের সবশেষ কোনো ম্যাচ।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে পুরান গত রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। এই খেলা আমাকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। অনেক আনন্দময় ও মনে রাখার মতো অনেক স্মৃতি রয়েছে। মেরুন জার্সি পরা, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা আর মাঠে নামলে নিজের পুরোটা নিংড়ে দেওয়া—এগুলোর গুরুত্ব যে আমার কাছে কী, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলেছেন পুরান। নেতৃত্ব দিয়েছেন ১৭ ওয়ানডে ও ২৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০ ম্যাচে নেতৃত্ব দেওয়া পুরানের কাছে অনেক গর্বের বিষয়। ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, দলকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক অসাধারণ গৌরবের বিষয়। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনোই কমবে না।
আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬১ ওয়ানডে ও ১০৬ টি-টোয়েন্টি খেলেছেন। ১৬৭ ম্যাচে ৩১.০৮ গড়ে করেন ৪২৫৮ রান। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৩ সেঞ্চুরি ও ২৪ ফিফটি করেছেন। সেঞ্চুরি, ফিফটি ছাপিয়ে পুরানের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটা হলো তাঁর ইমপ্যাক্ট। ঝোড়ো ব্যাটিংয়ে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডে তিনি ব্যাটিং করেছেন ১৩৬.৩৯ ও ৯৯.১৫ স্ট্রাইকরেটে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও (সিডব্লিউআই) পুরানের অবসর নিয়ে এক বার্তা দিয়েছে। সিডব্লিউআই লিখেছে, ‘নিকোলাস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এতে তাঁর ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। একজন বিশ্বমানের খেলোয়াড় ও ম্যাচের মোড় ঘোরানো তারকা হিসেবে নিকোলাস ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০৬ ম্যাচ খেলেছেন। ক্যারিবীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান (২২৭৫ রান) করেছেন। মাঠে তাঁর পারফরম্যান্স এবং দলে তাঁর প্রভাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অনেক বড় ছাপ রেখেছে।’
২৯ বছর বয়সে অনেকের যেখানে জাতীয় দলের হয়ে অভিষেক হয়, পুরান তখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবসরের আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। বিধ্বংসী এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী করতে পারেন, সেটা তিনি দেখিয়ে যাচ্ছেন বারবার। আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে তিনি এখন ‘হটকেক’।
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলেছে। কিন্তু নিকোলাস পুরানকে আর দেখা যায়নি। অবশেষে তিনি বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বাংলাদেশের বিপক্ষে ছয় মাস আগের টি-টোয়েন্টি ম্যাচটা তাই হয়ে রইল উইন্ডিজের হয়ে পুরানের সবশেষ কোনো ম্যাচ।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে পুরান গত রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। এই খেলা আমাকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। অনেক আনন্দময় ও মনে রাখার মতো অনেক স্মৃতি রয়েছে। মেরুন জার্সি পরা, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা আর মাঠে নামলে নিজের পুরোটা নিংড়ে দেওয়া—এগুলোর গুরুত্ব যে আমার কাছে কী, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলেছেন পুরান। নেতৃত্ব দিয়েছেন ১৭ ওয়ানডে ও ২৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০ ম্যাচে নেতৃত্ব দেওয়া পুরানের কাছে অনেক গর্বের বিষয়। ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, দলকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক অসাধারণ গৌরবের বিষয়। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনোই কমবে না।
আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬১ ওয়ানডে ও ১০৬ টি-টোয়েন্টি খেলেছেন। ১৬৭ ম্যাচে ৩১.০৮ গড়ে করেন ৪২৫৮ রান। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৩ সেঞ্চুরি ও ২৪ ফিফটি করেছেন। সেঞ্চুরি, ফিফটি ছাপিয়ে পুরানের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটা হলো তাঁর ইমপ্যাক্ট। ঝোড়ো ব্যাটিংয়ে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডে তিনি ব্যাটিং করেছেন ১৩৬.৩৯ ও ৯৯.১৫ স্ট্রাইকরেটে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও (সিডব্লিউআই) পুরানের অবসর নিয়ে এক বার্তা দিয়েছে। সিডব্লিউআই লিখেছে, ‘নিকোলাস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এতে তাঁর ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। একজন বিশ্বমানের খেলোয়াড় ও ম্যাচের মোড় ঘোরানো তারকা হিসেবে নিকোলাস ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০৬ ম্যাচ খেলেছেন। ক্যারিবীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান (২২৭৫ রান) করেছেন। মাঠে তাঁর পারফরম্যান্স এবং দলে তাঁর প্রভাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অনেক বড় ছাপ রেখেছে।’
২৯ বছর বয়সে অনেকের যেখানে জাতীয় দলের হয়ে অভিষেক হয়, পুরান তখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবসরের আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। বিধ্বংসী এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী করতে পারেন, সেটা তিনি দেখিয়ে যাচ্ছেন বারবার। আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে তিনি এখন ‘হটকেক’।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে