গ্রুপপর্ব শেষে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। সুপার এইট পর্ব চলার মধ্যেই হয়ে গেল ২০২৪ কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের (জি টি-টোয়েন্টি) ড্রাফট। নতুন মৌসুমে সাকিব আল হাসান খেলবেন অন্য দলের হয়ে।
২০২৩ কানাডা লিগে সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এবার তাঁকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স মিসিসাউগা। জি টি-টোয়েন্টি কানাডা তাদের ফেসবুক পেজে গত রাতে জানিয়েছে, ২০২৪ মৌসুমের আগে চলছে ড্রাফট। সাকিবের সঙ্গে ইফতিখার আহমেদ, রহমানুল্লাহ গুরবাজদের মতো তারকাদেরও নিয়েছে মিসিসাউগা। বাংলাদেশের আরেক তারকা মোহাম্মদ সাইফউদ্দিন মন্ট্রিয়ল টাইগার্সে দল পেয়েছেন। সাইফউদ্দিনের দলে আছেন নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো দুই আফগান তারকা। ক্রিস লিন, শারফেন রাদারফোর্ডের মতো মারকাটারি টি-টোয়েন্টি ব্যাটাররাও আছেন মন্ট্রিয়লে।
বাবর আজম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি—চার পাকিস্তানি ক্রিকেটার খেলবেন ভ্যানকুভার নাইটসে। যার মধ্যে রিজওয়ানকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। রিজওয়ান, আমিরকে সরাসরি চুক্তিতে নিয়েছে ভ্যানকুভার। সন্দীপ লামিচানে, দিপেন্দ্রি সিং ঐরি নেপালের এই দুই তারকা খেলবেন বাবর-রিজওয়ানদের সঙ্গে। ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাইয়ের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও দল পেয়েছেন কানাডা লিগে। ওয়ার্নার ও টাই খেলবেন ব্রাম্পটন উলভসে। স্টয়নিসকে সরাসরি চুক্তিতে নিয়েছে সারে জাগুয়ার্স। সুনীল নারাইন, কাইল মায়ার্সের মতো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা খেলবেন স্টয়নিসের দলে। শাহিন শাহ আফ্রিদি, রোমারিও শেফার্ডদের নিয়েছে টরন্টো ন্যাশনালস। কলিন মানরোকে ধরে রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি।
২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি। যার মধ্যে ২০১৮ সালে উদ্বোধনী মৌসুমে শিরোপা জিতেছে ভ্যানকুভার। ২০১৯ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে উইনিপেগ হকস। এই আসরের রানার্সআপ ভ্যানকুভার। ২০২৩ সালে সবশেষ কানাডা লিগে সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল। এ বছরের ২৫ জুলাই শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ মৌসুম। শেষ হবে ১০ আগস্ট।
গ্রুপপর্ব শেষে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। সুপার এইট পর্ব চলার মধ্যেই হয়ে গেল ২০২৪ কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের (জি টি-টোয়েন্টি) ড্রাফট। নতুন মৌসুমে সাকিব আল হাসান খেলবেন অন্য দলের হয়ে।
২০২৩ কানাডা লিগে সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এবার তাঁকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স মিসিসাউগা। জি টি-টোয়েন্টি কানাডা তাদের ফেসবুক পেজে গত রাতে জানিয়েছে, ২০২৪ মৌসুমের আগে চলছে ড্রাফট। সাকিবের সঙ্গে ইফতিখার আহমেদ, রহমানুল্লাহ গুরবাজদের মতো তারকাদেরও নিয়েছে মিসিসাউগা। বাংলাদেশের আরেক তারকা মোহাম্মদ সাইফউদ্দিন মন্ট্রিয়ল টাইগার্সে দল পেয়েছেন। সাইফউদ্দিনের দলে আছেন নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো দুই আফগান তারকা। ক্রিস লিন, শারফেন রাদারফোর্ডের মতো মারকাটারি টি-টোয়েন্টি ব্যাটাররাও আছেন মন্ট্রিয়লে।
বাবর আজম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি—চার পাকিস্তানি ক্রিকেটার খেলবেন ভ্যানকুভার নাইটসে। যার মধ্যে রিজওয়ানকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। রিজওয়ান, আমিরকে সরাসরি চুক্তিতে নিয়েছে ভ্যানকুভার। সন্দীপ লামিচানে, দিপেন্দ্রি সিং ঐরি নেপালের এই দুই তারকা খেলবেন বাবর-রিজওয়ানদের সঙ্গে। ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাইয়ের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও দল পেয়েছেন কানাডা লিগে। ওয়ার্নার ও টাই খেলবেন ব্রাম্পটন উলভসে। স্টয়নিসকে সরাসরি চুক্তিতে নিয়েছে সারে জাগুয়ার্স। সুনীল নারাইন, কাইল মায়ার্সের মতো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা খেলবেন স্টয়নিসের দলে। শাহিন শাহ আফ্রিদি, রোমারিও শেফার্ডদের নিয়েছে টরন্টো ন্যাশনালস। কলিন মানরোকে ধরে রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি।
২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি। যার মধ্যে ২০১৮ সালে উদ্বোধনী মৌসুমে শিরোপা জিতেছে ভ্যানকুভার। ২০১৯ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে উইনিপেগ হকস। এই আসরের রানার্সআপ ভ্যানকুভার। ২০২৩ সালে সবশেষ কানাডা লিগে সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল। এ বছরের ২৫ জুলাই শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ মৌসুম। শেষ হবে ১০ আগস্ট।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে