Ajker Patrika

রেকর্ড গড়া বাবরকে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করলেন রমিজ 

আপডেট : ০৬ মে ২০২৩, ১০: ৪৩
রেকর্ড গড়া বাবরকে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করলেন রমিজ 

রেকর্ড গড়তে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে যেন পাখির চোখ করে রেখেছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও পাল্লা দিয়ে গড়ছেন রেকর্ড। পাকিস্তানি অধিনায়ককে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন রমিজ রাজা। 

করাচিতে গতকাল চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন বাবর। ১১৭ বলে ১০৭ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড নিজের করে নেন। ৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক। এর আগে ওয়ানডেতে ১০১ ইনিংসে ৫০০০ রানের কীর্তি গড়েছিলেন হাশিম আমলা। তাছাড়া চলমান পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে আছেন বাবর। বাবরের প্রশংসা করতে গিয়ে রমিজ বলেন, ‘ডন ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নয় বাবর আজম। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে সেরা খেলোয়াড়। আমি তার মতো এমন ধারাবাহিক খেলোয়াড় এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে তেমন একটা দেখিনি। তার এই পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও ধৈর্য। তার কৌশলগত কোনো সমস্যা নেই। ঘাসযুক্ত পিচ হোক বা করাচির মতো উইকেট, যেখানে বোলাররা সংগ্রাম করে।’ 

বাবরের রেকর্ড গড়ার দিনে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের শীর্ষে ওঠা বাবরের জন্য সম্ভব হয়েছে বলে মনে করেন রমিজ, ‘সে দ্রুততম ৫০০০ রান করেছে এবং ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে গেছে, যা বড় অর্জন। তার কারণেই পাকিস্তান এক নম্বর দল হয়ে উঠেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত