ক্রীড়া ডেস্ক
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
২২ মিনিট আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২৬ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল।
৫ ঘণ্টা আগে