ক্রীড়া ডেস্ক
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
৭ ঘণ্টা আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
১০ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
১০ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
১১ ঘণ্টা আগে