২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অফিশিয়াল গান প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে ১ মিনিট ৪০ সেকেন্ডের গানে যতটা না ক্রিকেট দেখা গেল, তার চেয়ে বেশি যেন নাচানাচি!
‘হোয়াটেভার ইট টেকস’ নামের গানটি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান। গানটি ডব্লিউ. আই. এস. এইচ নামের ব্যান্ড তৈরি করেছে। সব পপ নারী গায়িকাদের সমন্বয়ে গানটি তৈরি হয়েছে। গানটি আজ আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ সময় বিকেল ৩টায় প্রকাশ করেছে। ১০০ সেকেন্ডের সেই গানের শুরুতে দেখা গেছে একটা টেবিলের ওপর ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। একটা মঞ্চে চারজন নাচানাচি করছেন ‘ডু ইট, ডু ইট’ বলে।
বিশ্বকাপ নিয়ে আইসিসির অফিশিয়াল গানের ব্যাকগ্রাউন্ডে সিনেমা হল ফুটিয়ে তোলা হয়েছে, ভিডিওতে পপ কর্ন খেতেও দেখা যাচ্ছে। যেন বোঝানোর চেষ্টা, ক্রিকেট সিনেমার মতোই বিনোদনদায়ী। যেখানে শুটিং হয়েছে, সেটির দেয়ালে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের ছবি আছে। পপ তারকারা এসে ক্রিকেটের মতো অঙ্গভঙ্গিও করেছেন। সেই গানের ভিডিওতে ভারতীয় এক নারী ক্রিকেটারকে আউট করে নিগার সুলতানা জ্যোতিদের উল্লাসের ফুটেজ আছে। বিশ্বকাপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বাঁধভাঙা উচ্ছ্বাসও তুলে ধরা হয়েছে ভিডিওতে। ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বিখ্যাত নৃত্যের উদযাপন রাখা হয়েছে।
গানটির সংগীত পরিচালক মাইকি ম্যাকক্লিয়ারি। সুর করেছেন পার্থ পারেখ। গানটি প্রকাশের পর ফেসবুকে একজন দর্শক মন্তব্যের ঘরে জানতে চেয়েছেন, ‘এখানে কি বলিউড সিনেমার প্রচারণা হচ্ছে নাকি ক্রিকেটের?’ কেউ রসিকতাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন এই বলে, ‘জয় শাহ কোথায়?’ কারণ জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। অনেকেই বাংলাদেশ নারী দলকে শুভকামনাও জানিয়েছেন। কেউ আবার মনে করছেন, ক্রিকেটের সংগীত তো নয় যেন বলিউডের কোনো আইটেম সং!
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান নিয়ে রোমাঞ্চিত ডব্লিউ.আই.এস.এইচ ব্যান্ড। এক যৌথ বিবৃতিতে ব্যান্ডটি বলেছে, ‘আমরা সব নারী গ্রুপ মিলে গানটা গাইতে পেরেছি বলে গর্বিত। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান আমরা তৈরি করেছি। ক্রিকেট এমন এক শক্তি যা দেশ এবং বিশ্বের মানুষকে একত্রিত করতে পারি। এমন উৎসবে অবদান রাখা আসলেই অনেক সম্মানের।’
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার অংশ নিয়েছিল ১৬ দল। তিন বছর পর এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে। শারজা ও দুবাইয়েই হবে মূলত আইসিসির নারী ইভেন্টটি।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অফিশিয়াল গান প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে ১ মিনিট ৪০ সেকেন্ডের গানে যতটা না ক্রিকেট দেখা গেল, তার চেয়ে বেশি যেন নাচানাচি!
‘হোয়াটেভার ইট টেকস’ নামের গানটি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান। গানটি ডব্লিউ. আই. এস. এইচ নামের ব্যান্ড তৈরি করেছে। সব পপ নারী গায়িকাদের সমন্বয়ে গানটি তৈরি হয়েছে। গানটি আজ আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ সময় বিকেল ৩টায় প্রকাশ করেছে। ১০০ সেকেন্ডের সেই গানের শুরুতে দেখা গেছে একটা টেবিলের ওপর ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। একটা মঞ্চে চারজন নাচানাচি করছেন ‘ডু ইট, ডু ইট’ বলে।
বিশ্বকাপ নিয়ে আইসিসির অফিশিয়াল গানের ব্যাকগ্রাউন্ডে সিনেমা হল ফুটিয়ে তোলা হয়েছে, ভিডিওতে পপ কর্ন খেতেও দেখা যাচ্ছে। যেন বোঝানোর চেষ্টা, ক্রিকেট সিনেমার মতোই বিনোদনদায়ী। যেখানে শুটিং হয়েছে, সেটির দেয়ালে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের ছবি আছে। পপ তারকারা এসে ক্রিকেটের মতো অঙ্গভঙ্গিও করেছেন। সেই গানের ভিডিওতে ভারতীয় এক নারী ক্রিকেটারকে আউট করে নিগার সুলতানা জ্যোতিদের উল্লাসের ফুটেজ আছে। বিশ্বকাপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বাঁধভাঙা উচ্ছ্বাসও তুলে ধরা হয়েছে ভিডিওতে। ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বিখ্যাত নৃত্যের উদযাপন রাখা হয়েছে।
গানটির সংগীত পরিচালক মাইকি ম্যাকক্লিয়ারি। সুর করেছেন পার্থ পারেখ। গানটি প্রকাশের পর ফেসবুকে একজন দর্শক মন্তব্যের ঘরে জানতে চেয়েছেন, ‘এখানে কি বলিউড সিনেমার প্রচারণা হচ্ছে নাকি ক্রিকেটের?’ কেউ রসিকতাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন এই বলে, ‘জয় শাহ কোথায়?’ কারণ জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। অনেকেই বাংলাদেশ নারী দলকে শুভকামনাও জানিয়েছেন। কেউ আবার মনে করছেন, ক্রিকেটের সংগীত তো নয় যেন বলিউডের কোনো আইটেম সং!
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান নিয়ে রোমাঞ্চিত ডব্লিউ.আই.এস.এইচ ব্যান্ড। এক যৌথ বিবৃতিতে ব্যান্ডটি বলেছে, ‘আমরা সব নারী গ্রুপ মিলে গানটা গাইতে পেরেছি বলে গর্বিত। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান আমরা তৈরি করেছি। ক্রিকেট এমন এক শক্তি যা দেশ এবং বিশ্বের মানুষকে একত্রিত করতে পারি। এমন উৎসবে অবদান রাখা আসলেই অনেক সম্মানের।’
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার অংশ নিয়েছিল ১৬ দল। তিন বছর পর এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে। শারজা ও দুবাইয়েই হবে মূলত আইসিসির নারী ইভেন্টটি।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৩ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে