২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। গত দুই মাসে কোনো টেস্ট ম্যাচ না খেললেও পয়েন্ট টেবিলে জায়গা পরিবর্তন হচ্ছে বাংলাদেশের। কখনো বাংলাদেশ ওপরে উঠছে, কখনোবা অন্য দলের সাফল্যে নিচে নেমে যাচ্ছে বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ সকালে শেষ হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে পয়েন্ট তালিকায় ৪ থেকে সবার ওপরে উঠে এসেছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ২ জয়ে কিউইদের সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। নিউজিল্যান্ডের জয়ে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশ। পাঁচ থেকে চারে উঠে এসেছে বাংলাদেশ। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।
নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা নেমে গেছে ৩ থেকে ছয় নম্বরে। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে প্রোটিয়াদের সাফল্যের হার ৩৩.৩৩ শতাংশ। সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও সাফল্যের হার ৩৩.৩৩ শতাংশ। পয়েন্ট টেবিলের ৮ ও ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। যেখানে শ্রীলঙ্কা এবারের চক্রে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। ইংল্যান্ডের সাফল্যের হার ২৫ শতাংশ।
অন্যদিকে গত পরশু বিশাখাপত্তনমে শেষ হয়েছিল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ থেকে দুইয়ে উঠেছিল ভারত। তবে দ্বিতীয় স্থানে দুই দিনও থাকতে পারল না ভারত। নিউজিল্যান্ড শীর্ষে ওঠায় ভারতীয়রা দুই থেকে তিনে নেমে গেছে। দল দুটিরও পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে। ভারতীয়দের সাফল্যের হার ৫২.৭৭ শতাংশ। অস্ট্রেলিয়া শীর্ষ থেকে দুইয়ে নেমে গেছে। ১০ টেস্টে ৬ জয়, ৩ পরাজয় ও ১ ড্রতে অজিদের পয়েন্ট ৬৬ ও সাফল্যের হার ৫৫ শতাংশ। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অজিরা।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল:
দল ম্যাচ পয়েন্ট সাফল্যের হার (শতকরা হিসেব)
নিউজিল্যান্ড ৩ ২৪ ৬৬.৬৭
অস্ট্রেলিয়া ১০ ৬৬ ৫৫
ভারত ৬ ৩৮ ৫২.৭৭
বাংলাদেশ ২ ১২ ৫০
পাকিস্তান ৫ ২২ ৩৬.৬৬
দক্ষিণ আফ্রিকা ৩ ১২ ৩৩.৩৩
ওয়েস্ট ইন্ডিজ ৪ ১৬ ৩৩.৩৩
ইংল্যান্ড ৭ ২১ ২৫
শ্রীলঙ্কা ২ ০ ০
*২০২৪ এর ৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট পর্যন্ত
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। গত দুই মাসে কোনো টেস্ট ম্যাচ না খেললেও পয়েন্ট টেবিলে জায়গা পরিবর্তন হচ্ছে বাংলাদেশের। কখনো বাংলাদেশ ওপরে উঠছে, কখনোবা অন্য দলের সাফল্যে নিচে নেমে যাচ্ছে বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ সকালে শেষ হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে পয়েন্ট তালিকায় ৪ থেকে সবার ওপরে উঠে এসেছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ২ জয়ে কিউইদের সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। নিউজিল্যান্ডের জয়ে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশ। পাঁচ থেকে চারে উঠে এসেছে বাংলাদেশ। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।
নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা নেমে গেছে ৩ থেকে ছয় নম্বরে। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে প্রোটিয়াদের সাফল্যের হার ৩৩.৩৩ শতাংশ। সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও সাফল্যের হার ৩৩.৩৩ শতাংশ। পয়েন্ট টেবিলের ৮ ও ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। যেখানে শ্রীলঙ্কা এবারের চক্রে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। ইংল্যান্ডের সাফল্যের হার ২৫ শতাংশ।
অন্যদিকে গত পরশু বিশাখাপত্তনমে শেষ হয়েছিল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ থেকে দুইয়ে উঠেছিল ভারত। তবে দ্বিতীয় স্থানে দুই দিনও থাকতে পারল না ভারত। নিউজিল্যান্ড শীর্ষে ওঠায় ভারতীয়রা দুই থেকে তিনে নেমে গেছে। দল দুটিরও পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে। ভারতীয়দের সাফল্যের হার ৫২.৭৭ শতাংশ। অস্ট্রেলিয়া শীর্ষ থেকে দুইয়ে নেমে গেছে। ১০ টেস্টে ৬ জয়, ৩ পরাজয় ও ১ ড্রতে অজিদের পয়েন্ট ৬৬ ও সাফল্যের হার ৫৫ শতাংশ। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অজিরা।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল:
দল ম্যাচ পয়েন্ট সাফল্যের হার (শতকরা হিসেব)
নিউজিল্যান্ড ৩ ২৪ ৬৬.৬৭
অস্ট্রেলিয়া ১০ ৬৬ ৫৫
ভারত ৬ ৩৮ ৫২.৭৭
বাংলাদেশ ২ ১২ ৫০
পাকিস্তান ৫ ২২ ৩৬.৬৬
দক্ষিণ আফ্রিকা ৩ ১২ ৩৩.৩৩
ওয়েস্ট ইন্ডিজ ৪ ১৬ ৩৩.৩৩
ইংল্যান্ড ৭ ২১ ২৫
শ্রীলঙ্কা ২ ০ ০
*২০২৪ এর ৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট পর্যন্ত
তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। একবার নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়ার পর ফের হচ্ছেন নিষিদ্ধ। এমন অবস্থার মধ্যে মিরপুরে এসেছেন তামিম ইকবাল। মিরপুরে আজ গাড়ি থেকে নায়কের বেশে বের হয়েছেন তামিম। তাঁর সঙ্গে এসেছেন আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।
৩২ মিনিট আগেগোলের সুযোগ পেয়ে এখন প্রায়ই কাজে লাগাতে পারছেন না লিওনেল মেসি। কখনো গোলপোস্টের বাইরে শট করেন। কখনোবা তাঁর শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে গিয়ে জমা হয়। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে আজ মেসির মতো ব্যর্থ হয়েছে তাঁর দল ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এরপর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। অনলাইন ভিত্তিক প্লাটফর্ম ফ্যানকোডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট ভারতের দর্শকেরা সরাসরি দেখতে পারলেও এবার আর তা হচ্ছে না। ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ করা হলো পিএসএলের।
২ ঘণ্টা আগে